সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইমরান খানের মৃত্যুর গুঞ্জন আবারও জাগিয়ে তুললেন তাঁর ছেলে কাশিম খান। কাশিমের দাবি, 'অপরিবর্তনশীল' কোনও কিছু লুকনো হচ্ছে তাঁদের থেকে। তাঁর মন্তব্য থেকে গুঞ্জন, তাহলে কি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর দিকেই ইঙ্গিত করছে তাঁর পরিবার। এদিকে ইমরানের দল পিটিআই বড় বিক্ষোভের পথে হাঁটছে। ইসলামাবাদ হাই কোর্ট ও আদিয়ালা জেলের বাইরে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তারা।
সংবাদ সংস্থা রয়টার্সের প্রশ্নের জবাবে লিখিত ভাবে কাশিম জানিয়েছেন, ''বাবা নিরাপদে আছেন কিনা, আহত হয়েছেন কিংবা আদৌ বেঁচে আছেন কিনা এটা জানতে না পারা এক প্রবল মানসিক অত্যাচার। ওঁর সম্পর্কে কিছুই জানতে পারছি না। আমাদের সবচেয়ে বড় ভয়, অপরিবর্তনশীল কিছু আমাদের থেকে লুকনো হচ্ছে কিনা।'' ২০২২ সালের নভেম্বরের পর তিনি আর বাবাকে দেখেননি বলে জানাচ্ছেন ইমরানপুত্র। গত ৪৭ দিন ধরে ইমরান খান সম্পর্কে কোনও তথ্যও তাঁদের দেওয়া হয়নি বলে দাবি কাশিমের। এর আগে তিনি জানিয়েছিলেন, ইমরানকে গত ৬ সপ্তাহ ধরে একা একটা সেলে রাখা হয়েছে। দেখা করতে দেওয়া হয়নি বোনদের সঙ্গেও। কাশিমের অভিযোগ, শাহবাজ শরিফ সরকার ও তার পরিচালকরা সকলেই ‘আইনত, নৈতিক ভাবে এবং আন্তর্জাতিক বিচারে’ অপরাধী। আন্তর্জাতিক মহল এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করুক, এই আহ্বানও জানিয়েছেন ইমরানপুত্র। যদিও জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ইমরানের স্বাস্থ্য একদম ঠিক আছে। তবুও গুঞ্জন ক্রমেই বাড়ছে। তিনি সুস্থ থাকলে দেখা করতে দেওয়া হচ্ছে না কেন, প্রশ্ন তুলছেন পিটিআই নেতা-সমর্থকরা। সব মিলিয়ে ইমরানকে নিয়ে ধোঁয়াশা বাড়ছেই।
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বোন আলিমা খান বলেছেন, ”দাদার মাথার একটা চুলও স্পর্শ করতে পারবে না ওরা।” ক্ষোভ উগরে দিয়ে আলিমা জানাচ্ছেন, ”সব দিক থেকেই আদালত অবমাননা করা হচ্ছে। বিচার ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ভালো বিচারক আছেন, কিন্তু তাঁদের স্বায়ত্তশাসন কেড়ে নেওয়া হয়েছে।” দাদাকে নিয়ে উদ্বেগ অবশ্য বাড়ছে তাঁর। বলছেন, ”তিন থেকে চার সপ্তাহ আগে যখন ওঁকে দেখেছি, চমৎকার স্বাস্থ্য ছিল। ফলে ওরা দাবি করতে পারবেন না বয়সজনিত কারণে বা অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে। সমস্যাটা হল, কী করে ওঁর এখনকার স্বাস্থ্য সম্পর্কে আমরা পুরোপুরি নিশ্চিত হব?”
