সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডায় এক ভারতীয় ছাত্রীর রহস্যমৃত্যু। বৃহস্পতিবার এই খবরটি প্রকাশ্যে এনেছে ভ্যানকুভারের ভারতীয় দূতাবাস। ঠিক কী কারণে তাঁর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, মৃতের নাম তনয়া তিয়াগি। তিনি কানাডার ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছিলেন। গত ১৭ জুন বিশ্ববিদ্যালয়ের ভিতরের একটি ঘরে তাঁকে পড়ে থাকতে দেখেন তাঁর সহপাঠীরা। তড়িঘড়ি সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সূত্রের খবর, তাঁর দেহটি আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্বাভাবিকভাবেই তনয়ার মৃত্যুতে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তনয়া আত্মহত্যা করেছেন নাকি এর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই গোটা বিষয়টি পরিষ্কার হবে।
ভ্যানকুভারের ভারতীয় দূতাবাস তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ছাত্রী তানিয়া তিয়াগির আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে দূতাবাস। মৃতের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। তাদের সবরকম সাহায্য করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
