shono
Advertisement

Breaking News

Iran

ভূমিকম্প নাকি পরমাণু পরীক্ষা! যুদ্ধের মাঝেই ইরানে হঠাৎ বড়সড় কম্পনে বাড়ছে উদ্বেগ

রহস্যময় এই ভূমিকম্প বিশ্বজুড়ে চর্চার বিষয় হয়ে উঠেছে।
Published By: Amit Kumar DasPosted: 06:10 PM Jun 21, 2025Updated: 06:12 PM Jun 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধের মাঝেই হঠাৎ কেঁপে উঠল ইরানের মাটি। শনিবার ৫.১ তীব্রতার ভূমিকম্প অনুভূত হল ইরানের সেমনান এলাকায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর সেমনান থেকে ২৭ কিলোমিটার দূর পর্যন্ত অনুভূত হয় এই কম্পন। ৯ দিন ধরে ইরান ও ইজরায়েলের মধ্যে চলা যুদ্ধের মাঝে রহস্যময় এই ভূমিকম্প বিশ্বজুড়ে চর্চার বিষয় হয়ে উঠেছে। এটি নিছক ভূমিকম্প নাকি পরমাণু পরীক্ষা করেছে ইরান? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি ইরানের মাটির নিচের বাঙ্কারে ইজরায়েল কোনওরকম হামলা চালিয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে।

Advertisement

ইরান ও ইজরায়েলের মধ্যে চলতে থাকা যুদ্ধের মূল কারণ পরমাণু বোমা। ইজরায়েলের দাবি ছিল পরমাণু বোমা তৈরির একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ইরান। অন্তত ১৫ দিনের মধ্যে তারা বোমা তৈরি করে ফেলতে পারে। এই আশঙ্কা থেকে ১৩ জুন ইরানের মাটিতে সুপরিকল্পিত হামলা চালায় ইজরায়েল। ইরানের পরমাণু ঘাঁটিতে হামলার পাশাপাশি সেখানকার শীর্ষ স্থানীয় সেনা আধিকারিক ও পরমাণু বিজ্ঞানীদের খতম করা হয়। সাধারণভাবে ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম ৪২ কেজি ব্যবহার করে পরমাণু বোমা তৈরি সম্ভব। সেখানে সূত্রের দাবি, ইরানের হাতে রয়েছে ২৭৫ কেজি ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম। এই পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে, হতে পারে পরমাণু বোমার পরীক্ষা করেছে ইরান। কিংবা ইরানের পরমাণু ঘাঁটিতয়ে হামলা চালিয়েছে ইজরায়েল।

যদিও সে দাবি উড়িয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। দাবি করা হচ্ছে, এটি নিছকই ভূমিকম্প। যার কেন্দ্রস্থল সেমনান থেকে ২৭ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে। ইরান এল্পিন হিমালয়ান সেসমিক বেল্টের উপর রয়েছে। ফলে এই অঞ্চল ভূমিকম্প প্রবণ। ফলে প্রতিবছর এখানে ২১০০ ভূমিকম্প হয়। যার মধ্যে ১৫-১৬টি ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫ ছাড়িয়ে যায়। ২০০৬ থেকে ২০১৫ সালের মধ্যে ইরানে অন্তত ৯৬০০০ ভূমিকম্প হয়েছে। পারমাণবিক বিস্ফোরণের জেরেও ভূমিকম্প হয়। তবে প্রাকৃতিক ভূমিকম্প ও এই ভূমিকম্পের তরঙ্গের ধরন অনেক আলাদা। মার্কিন ভূগর্ভীয় সর্বেক্ষণ (USGS)-এর দাবি অনুযায়ী, পরমাণু বিস্ফোরণে যে ভূমিকম্প হয় সেখানে কেবলমাত্র 'পি' তরঙ্গ ওঠে। অন্যদিকে, প্রাকৃতিক ভূমিকম্পের তরঙ্গ হয় 'পি' ও 'এস' দুই ধরনের। ফলে এই ভূমিকম্পের সঙ্গে পরমাণু বিস্ফোরণের কোনও যোগ নেই বলে দাবি বিশেষজ্ঞদের।

এদিকে ইরানের পরমাণু প্রকল্প প্রসঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে, ইরান এখনও পরমাণু বোমার ধারেকাছে পৌঁছয়নি। অন্তত তিন বছরের আগে তারা পরমাণু অস্ত্র তৈরির কাছে পৌঁছতেও পারবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement