shono
Advertisement
Iran

রাখা সারি সারি কফিন! ইজরায়েলি হামলায় নিহত ইরানের সেনাকর্তা ও বিজ্ঞানীদের শেষকৃত্য় রাষ্ট্রীয় মর্যাদায়

এখনও পর্যন্ত রাজধানী তেহরানে ৬০ জনকে কবর দেওয়া হয়েছে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 11:27 AM Jun 28, 2025Updated: 11:45 AM Jun 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরান-ইজরায়েল সংঘাতে 'রক্তের নদী' মধ্য়প্রাচ্য়ে। প্রাণ হারিয়েছে শয়ে শয়ে মানুষ। ইহুদি সেনার আক্রমণে নিহত ইসলামিক দেশের বেশ কয়েকজন কমান্ডার, পারমাণবিক গবেষণাকারী। শনিবার তাঁদের শেষকৃত্য় শুরু হয়েছে ইরানজুড়ে।

Advertisement

সিএনএন সূত্রে খবর, ইজরায়েলের সঙ্গে ১২ দিনের লড়াইয়ের পর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নিহত শীর্ষ আধিকারিক, কমান্ডার ও বিজ্ঞানীদের শেষকৃত্য় সম্পন্ন হচ্ছে ইরানে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত রাজধানী তেহরানে ৬০ জনকে কবর দেওয়া হয়েছে। এখনও রাখা রয়েছে সারি সারি কফিন। গোটা দেশজুড়েই এই শেষকৃত্য়ের প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে।

গত ১৩ জুন ইরানে 'অপারেশন রাইজিং লায়ন' শুরু করে ইজরায়েল। ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয়। মৃত্যু হয় ইরান সেনার চিফ অফ স্টাফ মহম্মদ বাঘেরি, রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি, ইরানের এমার্জেন্সি কমান্ডের কমান্ডার এবং দুই শীর্ষ সেনা আধিকারিকের। প্রাণ হারান ইরানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি। এছাড়াও পারমাণবিক গবেষণাকারী অন্তত ৯ জন বিজ্ঞানীর মৃত্যু হয় বলে জানায় ইরান। পালটা তেহরানের প্রত্যাঘাতে বারবার কেঁপে ওঠে তেল আভিভ-সহ গোটা ইজরায়েল।

পরিস্থিতি আরও ভয়াবহ হয় ২২ জুন। ইরান-ইজরায়েলের যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে আমেরিকা। ইরানের তিন পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় মার্কিন বায়ুসেনা। জবাবে মিসাইল ছুড়ে ইজরায়েলকে ঝাঁজরা করে দেয় তেহরান। আমেরিকাকে শিক্ষা দিতে সিরিয়া-কাতার-ইরাকের মার্কিন ঘাঁটিতেও হামলা চালায় ইরান। এর মধ্যেই ২৩ জুন ভোররাতে ইরান-ইজরায়েলের যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইরান-ইজরায়েল সংঘাতে 'রক্তের নদী' মধ্য়প্রাচ্য়ে। প্রাণ হারিয়েছে শয়ে শয়ে মানুষ।
  • ইহুদি সেনার আক্রমণে নিহত ইসলামিক দেশের বেশ কয়েকজন কমান্ডার, পারমাণবিক গবেষণাকারী।
  • ইজরায়েলের সঙ্গে ১২ দিনের লড়াইয়ের পর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নিহত শীর্ষ আধিকারিক, কমান্ডার ও বিজ্ঞানীদের শেষকৃত্য় সম্পন্ন হচ্ছে ইরানে।
Advertisement