shono
Advertisement
Iran Israel

সেনাপ্রধানের মৃত্যুর বদলা! ইজরায়েলের 'অণু-যুদ্ধে'র পালটা ১০০ ড্রোন ছুড়ল ইরান

দ্রুত আলোচনা চেয়ে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়েছে তেহরান।
Published By: Anwesha AdhikaryPosted: 01:27 PM Jun 13, 2025Updated: 01:27 PM Jun 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলি মিসাইল হামলার পালটা প্রত্যাঘাত হানল ইরান। সূত্রের খবর, শুক্রবার সকালে ইজরায়েলের হামলার কয়েকঘণ্টার মধ্যেই ১০০টি ড্রোন ছুড়েছে ইরান। তবে তার জেরে ইজরায়েলে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তেল আভিভের মতে, আপাতত ইরানের সমস্ত ড্রোন নিষ্ক্রিয় করা হচ্ছে।

Advertisement

শুক্রবার সকালে অপারেশন রাইজিং লায়ন শুরু করে তেল আভিভ। ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয়। তার জেরে মৃত্যু হয়েছে ইরান সেনার চিফ অফ স্টাফ মহম্মদ বাঘেরি, রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি এবং ইরানের এমার্জেন্সি কমান্ডের কমান্ডারের। প্রাণ হারিয়েছেন ইরানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানিরও। এছাড়াও পারমাণবিক গবেষণাকারী অন্তত ৬ জন বিজ্ঞানীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরান। বহু সেনাকর্মী এবং আধিকারিকেরও মৃত্যু হয়েছে ইজরায়েলি হামলায়।

এমন বিধ্বংসী হামলার পরে পালটা মার দিয়েছে ইরানও। হামলার পরেই তেহরান হুঙ্কার দিয়েছিল, যোগ্য জবাব দেওয়া হবে তেল আভিভকে। তারপরেই অন্তত ১০০টি ড্রোন ছোড়া হয় ইজরায়েল লক্ষ্য করে। তবে মিসাইলগুলি আপাতত নিষ্ক্রিয় করছে ইজরায়েলি সেনা। অন্যদিকে জর্ডানের জাতীয় মিডিয়া জানিয়েছে, ইরানের বেশ কিছু ড্রোন এসেছে তাদের আকাশসীমাতও। সেগুলি গুলি করে নামানো হয়েছে।

ইজরায়েলি হামলার প্রত্যাঘাতের পরেই রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়েছে ইরান। শুক্রবার তেহরানের তরফে জানানো হয়েছে, ইজরায়েলি হামলা নিয়ে বিশেষ আলোচনা হোক রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে। অন্যদিকে, ইরান এবং ইরাক নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়ায় গোটা মধ্যপ্রাচ্যে বিমান পরিষেবা কার্যত স্তব্ধ। একাধিক উড়ান সংস্থা নিজেদের বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে। জানা গিয়েছে, আমেরিকা থেকে আনা বিমানের মাধ্যমেই ইরানের ১০০টি জায়গা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল। নিশানায় ছিল সেনাঘাঁটি, পারমাণবিক গবেষণাকেন্দ্রের মতো এলাকাগুলি। তবে বিশ্লেষকদের মতে, সংঘাত এড়াতেই রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়েছে তেহরান। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার সকালে অপারেশন রাইজিং লায়ন শুরু করে তেল আভিভ। ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয়।
  • হামলার পরেই তেহরান হুঙ্কার দিয়েছিল, যোগ্য জবাব দেওয়া হবে তেল আভিভকে। তারপরেই অন্তত ১০০টি মিসাইল ছোড়া হয় ইজরায়েল লক্ষ্য করে।
  • ইজরায়েলি হামলার প্রত্যাঘাতের পরেই রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়েছে ইরান।
Advertisement