সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মুখ পুড়ল পাকিস্তানের। অপারেশন সিঁদুরের পর পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে ভারতের বেশকিছু যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। সেদেশের বেশকিছু প্রতিবেদনেও এমন আজব দাবি করা হয়েছিল। তবে এবার পাকিস্তানের সেই মিথ্যা দাবি নস্যৎ করে দিলেন জিও-ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ ড্যামিয়েন সাইমন।
ড্যামিয়েন জানিয়েছেন, ভারতের পাঞ্জাবের আদমপুর এয়ারবেসে হামলা চালিয়ে একটি সুখোই SU-৩০MKI বিমান গুঁড়িয়ে দেওয়ার যে দাবি পাকিস্তান করেছিল তা পুরোপুরি ভুয়ো। প্রমাণ হিসাবে চলতি বছরের মার্চ মাসের একটি স্যাটেলাইট ছবি শেয়ার করে সাইমন এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ওই সময় একটি MIG-২৯ বিমানে রক্ষণাবেক্ষণের কাজ চলছে ওই বিমানবন্দরে। ইঞ্জিন টেস্ট প্যাডের পাশে যে ধোঁয়া বা দাগ দেখা যাচ্ছে যা একেবারেই স্বাভাবিক।’
অপারেশন সিঁদুরে ভারতের মিসাইল হামলায় পাকিস্তনের ১১টি বায়ুসেনা ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেছিল পাকিস্তান। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ্যে আনা হয়নি। তবে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, ভারতের হামলায় বায়ুসেনা ঘাঁটিতে থাকা ৯টি যুদ্ধবিমান ধ্বংস হয়। এছাড়া দুটি নজরদারি বিমান, একটি সি-১৩০ পরিবহণ বিমান, ৩০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র, একাধিক ইউএভি গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি আকাশপথে হামলার সতর্কবার্তা দেওয়া একাধিক র্যাডার ও নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়েছে এই হামলায়। এখানেই শেষ নয়, ভারতের এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার কবলে পড়ে ধ্বংস হয়েছে পাকিস্তানের একটি উচ্চক্ষমতা সম্পন্ন এয়ারক্রাফট। এদিকে পাকিস্তানের তরফে ভারতে হামলা চালানোর ভুয়ো দাবি করা হয় একাধিক বার। যদিও পাকিস্তানের সেই দাবি নস্যাৎ করেছে ভারত। আর এবার পাকিস্তানের ভুয়ো দাবি নস্যাৎ করলেন এক জিও-ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ২৬ জনের। সেই মৃত্যুর বদলা নিতে ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসের আঁতুড়ঘরে হামলা চালায় ভারত। এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। যার জেরে দুই দেশের সামরিক উত্তেজনা চরম আকার নেয়। পাক সীমান্তবর্তী রাজ্য জম্মু-কাশ্মীর, থেকে গুজরাট পর্যন্ত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। যদিও তাদের সে হামলা রুখে দেয় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
