সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'বন্ধু' আমেরিকার মান রাখল ইজরায়েল। সংঘর্ষবিরতিতে আনুষ্ঠানিক ভাবে সম্মত হলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমনকী ইরানের সঙ্গে যুদ্ধে মধ্যস্থতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদও জানালেন তিনি। পাশাপাশি ইজরায়েলের দাবি, সাম্প্রতিক যুদ্ধে তাদেরই জয় হয়েছে। ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার গুঁড়িয়ে দিয়েছে তারা। এছাড়াও ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করলে উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেল আভিভ।
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, "সেনা অভিযানের লক্ষ্য অর্জন করায় এবং রাষ্ট্রপতি ট্রাম্পের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ইজরায়েল যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের প্রস্তাবে সম্মত হয়েছে।" আরও বলা হয়েছে, "প্রতিরক্ষা ক্ষেত্রে (ইজরায়েলকে) সমর্থন এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটাতে সক্রিয় হওয়ায় ইজরায়েল রাষ্ট্রপতি ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানায়। " উল্লেখ্য, সংঘর্ষবিরতি নিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেই নেতানিয়াহুর দপ্তর আনুষ্ঠানিক বিবৃতি দিল।
প্রথমবার মঙ্গলবার ভোররাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান-ইজরায়েল সংঘর্ষবিরতিতে (Israel Iran Ceasefire) রাজি হয়েছে। সমাজমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘আগামী ছ’ঘণ্টার মধ্যে ইরান-ইজরায়েল দু’পক্ষই সম্পূর্ণ সংঘর্ষবিরতিতে যাবে। এর শুরুটা করবে ইরান (প্রথম ১২ ঘণ্টা)। তাকে অনুসরণ করবে ইজরায়েল (পরের ১২ ঘণ্টা)। একপক্ষের সংঘর্ষবিরতি ঘোষণা করলে অপর পক্ষও শান্তি বজায় রাখবে। ২৪ ঘণ্টা পর বারো দিন ব্যাপী যুদ্ধের ইতি।’ ডোলান্ড ট্রাম্প এই ঘোষণা করেন ভারতীয় সময় অনুযায়ী সাড়ে তিনটে নাগাদ, অর্থাৎ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল সাড়ে ৯টায়। যদিও আমেরিকার দাবি খারিজ করে এক্স হ্যান্ডেলে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি লেখেন, ‘আমরা প্রথম থেকেই বলে আসছি ইজরায়েল এই হামলা শুরু করেছে। ইরান নয়। ইজরায়েল যদি আক্রমণ বন্ধ করে, তাহলে ইরানও সামরিক অভিযান বন্ধ রাখবে।’ এই ডামাডোলের মাঝেই খবর আসে ইজরায়েলের একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। পালটা তেহরানেও মিসাইল হামলার খবর পাওয়া যায়।
এরপরই ট্রাম্পের বেঁধে দেওয়া সময় অনুযায়ী ৯.৩০ নাগাদ যুদ্ধবিরতিতে নিজেদের সম্মতির কথা জানায় তেহরানের সংবাদমাধ্যম। ইরানের তরফে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই তারা ইজরায়েলের উপর শেষ ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে। দুই দেশের সরকারি সংবাদমাধ্যমের তরফেই যুদ্ধবিরতি মেনে নেওয়ার কথা জানানো হয়। তবে গত কয়েকদিনের হুমকির পর এবার অনুরোধের সুর ঝরে পরে ট্রাম্পের গলায়। এপসঙ্গে কূটনৈতিক মহলের দাবি, আসলে ট্রাম্প বেশ বুঝতে পারছিলেন এই যুদ্ধ যদি আরও বেশিদূর অগ্রসর হয় তাহলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। ইতিমধ্যেই রাশিয়া, চিন সহ বহু দেশ ইরানের পক্ষ নিয়েছে। নতুন করে যাতে পরিস্থিতি খারাপ দিকে না গড়ায় সেকথা মাথায় রেখে ইরানের মার খেয়েও হামলা বন্ধ করার অনুরোধ জানালেন তিনি।
