shono
Advertisement
Uzbekistan

মেঘালয়ে মুখ্যসচিবের রহস্যমৃত্যু! উজবেকিস্তানের হোটেল থেকে উদ্ধার দেহ

গত ৪ এপ্রিল ব্যক্তিগত সফরে উজবেকিস্তান গিয়েছিলেন ওই আমলা।
Published By: Amit Kumar DasPosted: 02:56 PM Apr 08, 2025Updated: 02:59 PM Apr 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উজবেকিস্তান সফরে গিয়ে রহস্যমৃত্যু মেঘালয়ের মুখ্যসচিব সৈয়দ মহম্মদ আর রাজির। বুখারা শহরের এক হোটেল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার প্রশাসনের তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে। গত ৪ এপ্রিল ব্যক্তিগত সফরে উজবেকিস্তান গিয়েছিলেন রাজি। ২০২১ সাল থেকে মেঘালয় সরকারের আরআরটিএসের আধিকারিক হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন রাজি। তাঁর আকস্মিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement

সরকারি সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বারবার ফোন করা হয় রাজির মোবাইলে। তবে তিনি ফোন না তোলায় সন্দেহ হয় অন্যান্য আধিকারিকদের। এই অবস্থায় হোটেল কর্মীদের সাহায্য নিয়ে তাঁর দরজা ভেঙে দেখা যায় ভিতরে মৃত অবস্থায় পড়ে রয়েছেন ওই আধিকারিক। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।

বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রীর তরফে জানানো হয়েছে, 'সৈয়দ মহম্মদ আর রাজির মৃত্যু রাজ্যের জন্য এক বিরাট ক্ষতি। তিনি অত্যন্ত দক্ষ, দায়িত্বশীল ও নিষ্ঠাবাণ আমলা ছিলেন। কাজের প্রতি তাঁর একাগ্রতা শিক্ষণীয়। সকলের সঙ্গে মধুর সম্পর্ক ছিল তাঁর। কাজের প্রতি তাঁর সততা ও ভালবাসা তাঁকে স্মরনীয় করে রাখবে।' পাশাপাশি তিনি আরও জানান, তিনি শুধু দক্ষ প্রশাসনিক কর্তা নন, 'একজন হাসিখুশি ও হৃদয়বান মানুষ ছিলেন। সর্বদা নিজের আশেপাশে থাকা মানুষকে অনুপ্রাণিত করতেন রাজি। তাঁর এই আকস্মিক প্রয়াণে আমরা ব্যাথিত।'

রাজির মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর উজবেকিস্তানে যাচ্ছেন ওই আধিকারিকের স্ত্রী। তাঁর এই সফরের প্রস্তুতি শুরু করেছে মেঘালয় সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উজবেকিস্তান সফরে গিয়ে রহস্যমৃত্যু মেঘালয়ের মুখ্যসচিব সৈয়দ মহম্মদ আর রাজির।
  • বুখারা শহরের এক হোটেল থেকে রাজির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
  • গত ৪ এপ্রিল ব্যক্তিগত সফরে উজবেকিস্তান গিয়েছিলেন ওই আমলা।
Advertisement