shono
Advertisement
Pakistan

মুখ পুড়েছে সিঁদুরে, ঢক্কানিনাদে শেষ সমরাস্ত্র বিক্রি, পাকিস্তানের JF17 যুদ্ধবিমান কেউ কিনছে না

ভারতের হাতে পর্যুদস্ত হওয়ার পরে বিশ্বের সামনে সামনে নিজেদের সেনার কার্যকারিতা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে শেহবাজ সরকার। এর মধ্যে অন্যতম নিজেদের যুদ্ধবিমান বিক্রির চেষ্টা।
Published By: Anustup Roy BarmanPosted: 04:28 PM Jan 22, 2026Updated: 04:28 PM Jan 22, 2026

অপারশন সিঁদুরের পরে বিশ্বের সামনে মুখ পুড়েছে পাকিস্তানের। ভারতের হাতে পর্যুদস্ত হওয়ার পরে বিশ্বের সামনে সামনে নিজেদের সেনার কার্যকারিতা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে শেহবাজ সরকার। এর মধ্যে অন্যতম নিজেদের যুদ্ধবিমান বিক্রির চেষ্টা।

Advertisement

ভারত সাম্প্রতিক অতীতে নিজেদের দেশে তৈরি উদ্ধ বিমান বিদেশে রপ্তানির চেষ্টা করছে। এই বিষয়ে বেশ কিছু সাফল্য এসেছে মোদি সরকারের। যদিও এই পথে হাঁটতে গিয়ে কার্যত মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান। জানা গিয়েছে বেশ কিছু মাস ধরে একটানা চেষ্টা করার পরেও একটিও বিমান বিক্রির বরাত পায়নি তাঁরা। ভেঙে পড়া অর্থনীতি, ক্রমবর্ধমান বৈদেশিক ঋণ এবং কমতে থাকা কূটনৈতিক প্রভাবের কারণে, ইসলামাবাদ নগদ অর্থের পরিবর্তে যুদ্ধবিমান, ড্রোন এবং অস্ত্র সরবরাহ করার চেষ্টা করছে।

জানা গিয়েছে, ১৩টি দেশের সঙ্গে আলোচনা হয়েছে জেএফ-১৭ বিমান এবং অন্যান্য ড্রোন বিক্রির বিষয়ে। যদিও, কোনও আলোচনাই ফলপ্রসূ হয়নি বলে জানা গিয়েছে। যদিও এর পিছনে আন্তর্জাতিক মহলের চাপকেই দায়ি করেছে পাকিস্তান।

পাকিস্তানের যুদ্ধবিমান বিক্রির চেষ্টার মূলে আন্তর্জাতিক বাজারে বিমান রপ্তানি করে নিজেদের যুদ্ধের সরঞ্জাম প্রস্তুতকারক হিসেবে তুলে ধরার অভিপ্রায় নেই বলেই ধারণা বিশেষজ্ঞদের। বিশেষজ্ঞদের মত সামরিক শক্তি এবং রপ্তানি সম্ভাবনা তুলে ধরে, নিজের দেশের অর্থনৈতিক দুর্দশা এবং কূটনৈতিক সমস্যা থেকে মনোযোগ ঘরানোর চেষ্টা করছে সরকার।

এরফলে, আন্তর্জাতিক বাজারে আলোরন তৈরি হয়েও সেখান থেকে কোনও লাভ ঘরে তুলতে পারেনি শেহবাজ সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার