shono
Advertisement
Pakistan

বিধ্বস্ত শ্রীলঙ্কায় ‘পচা’ ত্রাণ পাঠাচ্ছে পাকিস্তান! সমালোচনা এড়াতে ভারতকে দুষছে ইসলামাবাদ

ভাইরাল মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রীর ছবি।
Published By: Subhodeep MullickPosted: 08:53 PM Dec 02, 2025Updated: 08:56 PM Dec 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধ্বস্ত শ্রীলঙ্কায় ‘পচা’ ত্রাণ পাঠাচ্ছে পাকিস্তান! বিষয়টি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। সম্প্রতি শ্রীলঙ্কার পাক হাইকমিশনের তরফে তাদের এক্স হ্যান্ডলে ত্রাণ হিসাবে পাঠানো খাদ্যসামগ্রীর ছবি পোস্ট করা হয়। একইসঙ্গে জানানো হয়, এই কঠিন সময়ে কলোম্বর পাশে রয়েছে পাকিস্তান। কিন্তু ওই খাদ্যসামগ্রীর প্যাকেটগুলিতে স্পষ্ট দেখা যাচ্ছে, গত বছরই সেগুলির মেয়াদ শেষ হয়ে গিয়েছে।  

Advertisement

ছবিগুলি প্রকাশ্যে আসার পরই বিতর্ক তৈরি হয়েছে। সমাজমাধ্যমে সমালোচনার মুখে পড়েছে শাহবাজ শরিফের সরকার। এক নেটিজেনের কথায়, "মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে শ্রীলঙ্কার দুর্যোগ কবলিত মানুষদের অসম্মান করেছে পাকিস্তান। খাদ্যসামগ্রীর প্যাকেটগুলিতে স্পষ্ট লেখা রয়েছে, গত বছর অক্টোবর মাসে সেগুলির মেয়াদ শেষ হয়ে গিয়েছে।" অন্য এক নেটিজেন বলেন, "সঠিকভাবে পরিদর্শন না করে প্রকাশ্যে কীভাবে ছবিগুলিকে পোস্ট করা হল?" যদিও ইসলামাবাদের তরফে এবিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

তবে সমালোচনা এড়াতে ভিন্ন কায়দায় ভারতকে দোষারোপ করতে শুরু করেছে পাক সংবাদমাধ্যমগুলি। তাদের দাবি, শ্রীলঙ্কায় ত্রাণ পাঠাতে বাধা দিচ্ছে ভারত। নয়াদিল্লি তাদের আকাশসীমায় পাক বিমানকে প্রবেশ করতে দিচ্ছে না। যদিও এই দাবি খণ্ডন করেছে ভারত। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এধরনের অভিযোগ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিধ্বস্ত শ্রীলঙ্কায় ‘পচা’ ত্রাণ পাঠাচ্ছে পাকিস্তান!
  • বিষয়টি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
Advertisement