সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব 'ইস্টার' উপলক্ষে ইউক্রেনে ২৪ ঘণ্টা সমস্ত সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রপ্রধান এদিন জানালেন, মানবিক কারণে শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে আটটা (মস্কোর সময় সন্ধ্যা ৬টা) থেকে রোববার (২০ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত রাশিয়ার পক্ষে ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হল।
শনিবার পুতিন ঘোষণা করেন, "মানবিক বিবেচনার ভিত্তিতে রাশিয়া 'ইস্টার' যুদ্ধবিরতি ঘোষণা করছে। এই সময়ে রাশিয়া যাবতীয় সামরিক অভিযান বন্ধ রাখবে।" মস্কোর তরফে আরও বল হয়েছে, তারা আশা করে ইউক্রেন তাদের সিদ্ধান্তকে সম্মান করবে। পাশাপাশি শত্রুর তরফে যুদ্ধবিরতি লঙ্ঘন, উসকানি এবং যে কোনও ধরনরে আক্রমণাত্মক কর্মকাণ্ড প্রতিহত করার জন্যও প্রস্তুত থাকবে রুশ সেনা। এখনও পর্যন্ত কিয়েভ এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানায়নি। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি বাস্তবায়নে ইতিমধ্যে রাশিয়ার সেনাপ্রধান ভ্যালারি গেরাসিমভকে নির্দেশ দিয়েছেন পুতিন।
প্রসঙ্গত, তিনবছর ধরে ভয়ংকর যুদ্ধ চলছে রাশিয়া-ইউক্রেনের মধ্যে। একে অপরকে ঝাঁজরা করে দিচ্ছে দুই দেশ। এই সংঘাতের শুরুটা হয়েছিল ২০১৪ সালে। ক্রাইমিয়া দখল করে রুশ ফৌজ। এই ভূখণ্ডকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসাবেই দাবি করে কিয়েভ। নতুন খবর হল, এই ক্রাইমিয়াকেই রাশিয়ার অংশ হিসাবে মান্যতা দিতে পারে আমেরিকা! জল্পনা, এই পদ্ধতিতেই হয়তো যুদ্ধ থামানোর ‘শেষ’ চেষ্টা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এই সংবাদ প্রকাশ্যে আসতেই রক্তচাপ বেড়েছে ইউক্রেনের। তারাও একচুল জমি মস্কোর হাতে তুলে দিতে রাজি নয়।
