shono
Advertisement
Vladimir Putin

পুতিনকে হত্যার চেষ্টা, কপ্টার লক্ষ্য করে ড্রোন হামলা ইউক্রেনের! দাবি রুশ কমান্ডারের

কুর্স্ক সফরে পুতিনের হেলিকপ্টার হামলা হয় বলে অভিযোগ।
Published By: Kishore GhoshPosted: 09:42 PM May 26, 2025Updated: 09:42 PM May 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝেমাঝেই শান্তির কথা ওঠে, তারপরই সব থিতিয়ে যায়। অব্যাহত থাকে মৃত্যুমিছিল, চলতে থাকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এবার খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা ইউক্রেনের। যদিও রুশ সেনার তৎপরতায় ব্যর্থ হয়েছে সেই ষড়যন্ত্র, অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। এমনটাই দাবি করলেন এক রুশ কমান্ডার। ঠিক কী বলেছেন তিনি?

Advertisement

অভিযোগকারী রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইউরি দাশকিন। তিনি জানান, গত ২০ মে কুর্স্কে পুতিনের হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেন। ড্রোন হামলা চালানো হয়েছিল সেদিন। যদিও রুশ প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতায় ওই ড্রোনটিকে ধ্বংস করা গিয়েছে। প্রাণে বেঁচে গিয়েছেন পুতিন! তিনি বলেন, "প্রেসিডেন্টের বিমান পৌঁছনোর আগেই ড্রোনগুলিকে চিহ্নিত করে ধ্বংস করে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। গুঁড়িয়ে দেওয়া হয় ৪৬টি ড্রোন।" এখানেই শেষ নয়, রুশ কমান্ডার আরও জানান, গত ২০ থেকে ২২ মে-র মধ্যে রাশিয়ায় অভূতপূর্ব হামলা চালায় ইউক্রেন। ওই তিন দিনে প্রতিপক্ষের ১,১৭০টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহের শুরুতে কুর্স্কে গিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। রুশ কমান্ডারের অভিযোগ, ঠিক সেই সময়েই আক্রমণের তীব্রতা বাড়িয়েছিল ইউক্রেন। যদিও পুতিনের ওই সফরে শেষ পর্যন্ত কোনও বিপদ ঘটেনি। তিনি নিরাপদেই সফর সেরে মস্কোয় ফিরে গিয়েছেন। ষড়যন্ত্রের বিস্তারিত জানতে ঘটনার তদন্ত শুরু করেছে রুশ সেনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অভিযোগকারী রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইউরি দাশকিন।
  • গত সপ্তাহের শুরুতে কুর্স্কে গিয়েছিলেন ভ্লাদিমির পুতিন।
Advertisement