shono
Advertisement
Russia

যুদ্ধের আগুনে চরমে শ্রমিক সংকট! ভারত থেকে ১০ লক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা রাশিয়ার

রাশিয়ার যুব সমাজের একটা বড় অংশ যোগ দিয়েছে সেনাবহিনীতে।
Published By: Subhodeep MullickPosted: 05:50 PM Jul 14, 2025Updated: 06:14 PM Jul 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেনকে ধ্বংস করতে বদ্ধপরিকর রাশিয়া। সেই লক্ষ্যেই দেশটির বিরুদ্ধে এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে মাস্কো। কিন্তু এই যুদ্ধের আগুনে সমস্যায় পড়েছে রাশিয়াও। সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে শ্রমিক সংকট। যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে সেদেশের বিভিন্ন কারখানা এবং নির্মাণ সংস্থাগুলিকে। এই অচলাবস্থা কাটাতেই এবার ভারত থেকে ১০ লক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে পুতিন সরকার।  

Advertisement

এ প্রসঙ্গে রাশিয়ার এক সংস্থা উরাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান আন্দ্রে বেসেদিন বলেন, “আমি যতদূর জানি, এই বছরের মধ্যেই ভারত থেকে মোট ১০ লক্ষ কর্মী নিয়োগ করা হবে। কারণ, দেশের বিভিন্ন প্রান্তে শ্রমিক সংকট দেখা যাচ্ছে। দক্ষ কর্মীর অভাবে বিশেষ করে সমস্যায় পড়তে হচ্ছে কলকারখানা এবং নির্মাণ সংস্থাগুলিকে। শুধু ভারত নয়, শ্রীলঙ্কা এবং উত্তর কোরিয়া থেকেও কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।” যদিও রাশিয়ার শ্রম মন্ত্রক এই দাবি খারিজ করেছে। তারা জানিয়েছে, এই ধরনের কোনও পরিকল্পনা তাদের নেই।

আসলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর দেশের যুব সমাজের একটা বড় অংশ যোগ দিয়েছে সেনাবহিনীতে। এর ফলে রাশিয়ার শিল্প এবং উৎপাদন ক্ষেত্রে ব্যাপক কর্মী সংকট দেখা দিয়েছে। একদিকে চলছে যুদ্ধ, তার উপর এই কর্মী সংকট যদি দিন দিন বাড়তে থাকে তাহলে আরও ক্ষতিগ্রস্ত হবে সেদেশের অর্থনীতি। সেই পরিস্থিতি যাতে তৈরি না হয়, তাই আগেভাগেই ব্যবস্থা নিতে শুরু করেছে মাস্কো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইউক্রেনকে ধ্বংস করতে বদ্ধপরিকর রাশিয়া।
  • সেই লক্ষ্যেই দেশটির বিরুদ্ধে এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে মাস্কো।
  • কিন্তু এই যুদ্ধের আগুনে সমস্যায় পড়েছে রাশিয়াও।
Advertisement