shono
Advertisement
Russia

পুতিনকে 'ইডিয়ট' বলে ইউক্রেনের সেনাকে সাহায্য! ১০ তলা থেকে পড়ে 'রহস্য' মৃত্যু সেই রুশ গায়কের

ইউক্রেন যুদ্ধের সময় সোশাল মিডিয়ায় লাগাতার পুতিন ও ক্রেমলিনের সমালোচনা করেছিলেন গায়ক ভেদিম। বোধহয় তারই মাশুল গুনতে হল তাঁকে।
Published By: Sucheta SenguptaPosted: 11:39 PM Feb 07, 2025Updated: 11:43 PM Feb 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুতিনের রাশিয়ায় আরও এক শিল্পীর রহস্যমৃত্যু! এবার ১০ তলার ফ্ল্যাট থেকে পড়ে মৃত্যু হল রুশ গায়ক ভেদিম স্ট্রয়কিনের। আপাতভাবে দুর্ঘটনা বলে মনে হলেও নেপথ্যে যথেষ্ট রহস্য ঘনিয়েছে। সূত্রের খবর, সেন্ট পিটার্সবার্গে তাঁর আবাসনে হানা দিয়েছিল পুলিশ। তারপরই ১০ তলার জানলা দিয়ে পড়ে গায়কের প্রাণহানির ঘটনায় উঠছে হাজার প্রশ্ন। সত্যিই কি তিনি পড়ে গেলেন নাকি এটা খুন? দেশের প্রেসিডেন্টকে 'ইডিয়ট' বলাতেই কি গায়ককে এভাবে প্রাণ দিতে হল? জনতার মনে বহু জিজ্ঞাসারই উত্তর মিলছে না।

Advertisement

গায়ক, লেখক, সঞ্চালক হিসেবে জনপ্রিয় হলেও রুশ প্রশাসনের কাছে ভেদিম স্ট্রয়কিনের ইমেজ খুব একটা ভালো ছিল না কখনই। তিনি ছিলেন একেবারেই পুতিন-বিরোধী। ইউক্রেন যুদ্ধের সময় থেকে সেই বিরোধিতা একেবারে চরমে পৌঁছয়। সোশাল মিডিয়ায় লাগাতার পুতিন ও ক্রেমলিনের সমালোচনা করতে থাকেন ভেদিম। ২০২২ সালে একটি পোস্টে তিনি লেখেন, ''ওই নির্বোধটা (পুতিন) নিজের দেশের লোকজন এবং ভাইয়ের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে! আমি ওর মৃত্যু চাইছি না, কিন্তু চাইছি ওকে ধরে জেলে দেওয়া হোক।'' এহেন 'দুঃসাহসী' পোস্টের মাশুলই বোধহয় দিতে হল তাঁকে!

যুদ্ধের সময় ইউক্রেনীয় সেনাকে সাহায্যের কারণে ২০ বছর জেলের সাজা হয়েছিল ভেদিমের। কিন্তু আত্মগোপন করে ছিলেন তিনি। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার তাঁরই খোঁজে সেন্ট পিটার্সবার্গের আবাসনে হানা দেয় পুলিশ। মৃত্যুর ঠিক আগে ভেদিম নিজের ফ্ল্যাটের রান্নাঘরে গিয়ে জল খাচ্ছিলেন। তারপরই রান্নাঘরের জানলা দিয়ে পড়ে প্রাণ হারান। ফলে এই মৃত্যু কতটা স্বাভাবিক, তা নিয়ে সন্দিহান অনেকেই। মনে করা হচ্ছে, এ নিছকই দুর্ঘটনা নয়, বরং পরিকল্পনা করেই খুন করা হয়েছে প্রতিবাদী গায়ককে। গত নভেম্বরেও এমনই এক ঘটনা ঘটেছিল রাশিয়ায়। পুতিন-বিরোধী নামী ব্যালে নৃত্যশিল্পী ভ্লাদিমির শ্লাইরভের মৃত্যু হয়েছিল পাঁচতলা থেকে পড়ে। পরবর্তীতে তদন্তকারীরা জানান, পিঠে ব্যথার জন্য তিনি পেনকিলার খেয়েছিলেন, যার জেরেই মৃত্যু হয়েছে। শ্লাইরভের মৃত্যু রহস্যে ঘেরা। এবার রহস্যমৃত্যু হল গায়ক ভেদিম স্ট্রয়কিনের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাশিয়ায় আরও এক শিল্পীর রহস্যমৃত্যু!
  • ১০ তলার ফ্ল্যাট থেকে পড়ে প্রাণ হারালেন পুতিন-বিরোধী গায়ক ভেদিম স্ট্রয়কিন।
  • ইউক্রেন যুদ্ধের সময় সোশাল মিডিয়ায় লাগাতার পুতিন ও ক্রেমলিনের সমালোচনা করেছিলেন তিনি।
Advertisement