ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতিই ২০২৫ সালে তাঁর সবচেয়ে বড় জয় বলে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রসিডেন্টের দাবি, তিনি দু'দেশের মধ্যে সংঘর্ষ না থামালে পরমাণু যুদ্ধ বেঁধে যেতে পারত।
গত বছর জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর সীমান্তে সংঘর্ষে জড়িয়েছিল ভারত এবং পাকিস্তান। ভারতীয় সেনার অপারেশন সিঁদুর অভিযান এবং পরে সীমান্তে দুই দেশের সেনার মধ্যে দিন দুয়েকের সংক্ষিপ্ত টানাপড়েনও চলে। পরে দুই দেশই সংঘর্ষবিরতিতে রাজি হয়। তখন থেকেই ট্রাম্প দাবি করতে থাকতেন, তাঁর কারণেই এই সংঘর্ষবিরতি সম্ভব হয়। সেই ঘটনার পর গত আট মাস ধরে মার্কিন প্রেসিডেন্ট অন্তত ৫০ বার এই দাবি করে গিয়েছেন। ভারত একাধিক বার তা অস্বীকার করলেও ট্রাম্প থামেননি। তিনি আবার বললেন, "১০ মাসে আটটা যুদ্ধ থামিয়েছি। তার মধ্যে ভারত-পাকিস্তান যুদ্ধও রয়েছে। আটটা যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। আমার মতে, ওদের না থামালে পরমাণু যুদ্ধ বেধে যেত! প্রেসিডেন্ট ট্রাম্প এক কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন। তার চেয়েও অনেক বেশি কিছু করেছেন।"
ঘটনাচক্রে, ট্রাম্পের সংঘর্ষবিরতি-দাবি অস্বীকার করার পর থেকেই ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের অবনতি শুরু হতে দেখা যায়। অনুমান, তার প্রভাব পড়েছে নয়াদিল্লি-ওয়াশিংটনের মধ্যে বাণিজ্যচুক্তিতেও। প্রসঙ্গত, ট্রাম্পের দাবির প্রেক্ষিতে ভারতের বক্তব্য, নয়াদিল্লি এবং ইসলামাবাদ নিজেরা সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয় কোনও ব্যক্তি বা দেশের কথায় তা হয়নি। গত ১০ মে পাকিস্তানই ডিজিএমও চ্যালেনের মাধ্যমে সংঘর্ষবিরতির আর্জি জানিয়েছিল। ভারত তাতে রাজি হয়।
