সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খনিজ চুক্তি নিয়ে ঘরে ডেকে যুদ্ধরত ইউক্রেনের প্রেসিডেন্টকে কার্যত অপমান করেছে হোয়াইট হাউস। শুক্রবার রাতে ওভাল অফিসে বৈঠক চলাকালীন এনিয়ে দুই রাষ্ট্রপ্রধানের বাকযুদ্ধ এতটাই চরমে ওঠে যে শেষমেশ 'ঘাড়ধাক্কা' দিয়ে প্রেসিডেন্ট-সহ জেলেনস্কি ও ইউক্রেনীয় প্রতিনিধিদলকে বের করে দেওয়া হয়। এই ঘটনা ইতিমধ্যে জেনে গিয়েছে গোটা বিশ্ব। কিন্তু প্রশ্ন হল, কী এমন কথা হল ট্রাম্প-জেলেনস্কির যাতে বিবাদ এই পর্যায়ে পৌঁছল? সেই অনুসন্ধান করতে গিয়ে জানা যাচ্ছে, ঘটনার সূত্রপাত ইউক্রেনের প্রেসিডেন্টকে মার্কিন সাংবাদিকদের এক প্রশ্ন ঘিরে। তাও আবার মামুলি পোশাক নিয়ে। 'স্যুট পরেননি কেন?', এই প্রশ্ন শুনে নিজের মতো করে জবাব দেন জেলেনস্কি। তাতেই যেন সলতেয় আগুন ধরে যায়!
শুক্রবার ওভাল অফিসে খনিজ চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে যাওয়ার সময় জেলেনস্কির পরনে প্রথামাফিক অফিশিয়াল স্যুট নয়, ছিল কালো সোয়েটশার্ট, কালো স্ল্যাক্স আর বুটজুতো। একেবারে সাদামাটা পোশাক। একজন রাষ্ট্রপ্রধানের এমন পোশাক কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন মার্কিন সাংবাদিকরা। আর ওভাল অফিসে সকলের উপস্থিতিতে বৈঠকের মাঝেই এক সাংবাদিক সেই প্রশ্ন করে বসেন। জেলেনস্কিকে জিজ্ঞাসা করেন, ''স্যুট পরেননি কেন? আপনার কি স্যুট আছে?'' তা শুনে হেসে ফেলেন জেডি ভান্স। তা উপেক্ষা করে দৃঢ় গলায় জেলেনস্কি বলেন, ''স্যুট সেইদিন পরব, যেদিন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ হবে। হয়ত একটু সস্তার স্যুট পরব, হয়ত আপনাদের মতো এত দামি হবে না। আপনারা তো সবাই এখানে দেখছি স্যুট পরেই এসেছেন। আমিও পরব, কিন্তু যুদ্ধ শেষ হলে।''
এই জবাবেই কার্যত সলতেয় আগুন ধরে যায়। এমনিতে এধরনের বৈঠকে প্রোটোকল অনুযায়ী, স্যুট পরার চল আছে। একমাত্র জেলেনস্কি সেসব তথাকথিত 'ফরমাল' পোশাক ছেড়ে সোয়েটশার্ট, স্ল্যাক্স পরেই গিয়েছেন বৈঠকে। মার্কিন সাংবাদিকরা তা নিয়ে প্রশ্ন করায় ঠান্ডা মাথায় জেলেনস্কি জবাব দিলেও এরপরই ট্রাম্পের খোঁচা, সব সেজেগুজে এসেছেন! এমন সব কথোপকথনেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যার ফলস্বরূপ জেলেনস্কিদের চূড়ান্ত অপমান হোয়াইট হাউসের।
