shono
Advertisement
Nuclear Weapons

দেড় দশক পর ফের ব্রিটেনে পরমাণু মিসাইল মোতায়েন আমেরিকার! 'ডুমস ডে ক্লকে' বাজবে বারোটা?

হিরোশিমায় নিক্ষিপ্ত বোমা থেকে তিন গুণ শক্তিশালী ওই মিসাইল!
Published By: Biswadip DeyPosted: 02:25 PM Jul 29, 2025Updated: 02:27 PM Jul 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৮ সালের পর প্রথমবার। ব্রিটেনে পরমাণু মিসাইল মোতায়েন করেছে আমেরিকা। এমনটাই দাবি সংবাদমাধ্যমের। জানা যাচ্ছে, গত ১৬ জুলাই মার্কিন বায়ুসেনা বিমানে নিউ মেক্সিকোর কির্টল্যান্ড বায়ুসেনা ঘাঁটি থেকে উড়িয়ে ব্রিটেনের শহর লেকেনহিথে নিয়ে যাওয়া হয়েছে। মনে করা হচ্ছে, এর মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ওয়াশিংটন বার্তা দিল যে এখনও ইউরোপীয় নিরাপত্তা রক্ষায় দায়বদ্ধ তারা।

Advertisement

নিউ মেক্সিকোর আলবুকার্কের কির্টল্যান্ড বিমান ঘাঁটিকে মার্কিন বিমান বাহিনীর পারমাণবিক অভিযানের কেন্দ্র বলা হয়। এটি বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্র সংরক্ষণ কেন্দ্র। মার্কিন পারমাণবিক অস্ত্রাগারের একটি বড় অংশ এখানে রাখা হয়। এবার সেখান থেকেই উড়িয়ে নিয়ে যাওয়া হল পরমাণু মিসাইল। ঠিক কোন ভয়ংকর অস্ত্র সেখানে নিয়ে গিয়েছে আমেরিকা? নতুন বি৬১-১২ থার্মোনিউক্লিয়ার বম্ব সেখানে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি। যা হিরোশিমায় নিক্ষিপ্ত বোমা থেকে তিন গুণ বেশি শক্তিশালী। পুরো বিষয়টিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই ধরনের বড় সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্টই নেন। এক্ষেত্রেও ট্রাম্পের নির্দেশেই ওই পারমাণবিক অস্ত্র ইংল্যান্ডে পৌঁছানো হল বলেই জানা গিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর বেজায় ক্ষিপ্ত। কয়েকদিন আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তিনি বলেন, “অস্ত্র দিলে মস্কোতে বোমা ফেলতে পারবে?” তখন থেকেই প্রশ্ন উঠেছে, এবার কি ‘পুতিন-নীতি’ বদলে ফেলছেন তিনি? দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ থামাতে অতি তৎপর হন ট্রাম্প। প্রতিবারই পুতিনের তরফে সদর্থক বার্তা দেওয়া হলেও যুদ্ধবিরতির পথে তিনি আসেননি। বরং দিন দিন হামলার ঝাঁজ আরও বাড়িয়েছে মস্কো। ফলে এখন জেলেনস্কির সঙ্গে তিক্ততা কাটিয়ে ফের ইউক্রেনের ঢাল হয়ে দাঁড়াচ্ছে আমেরিকা। এবার ব্রিটেনে পারমাণবিক অস্ত্র পাঠিয়েও তারা রাশিয়াকে বড় বার্তা দিল বলেই নিশ্চিত।

আর এই প্রসঙ্গেই এসে পড়ছে 'ডুমস ডে ক্লকে'র প্রসঙ্গ। এটা এমন এক ঘড়ি যার কাঁটা পৃথিবীকে ঘিরে থাকা বিপদের মাত্রা অনুযায়ী ঘুরতে থাকে। ১৯৪৭ সালে বুলেটিন অব অ্যাটমিক সায়েন্টিস্টসের সদস্য এবং শিল্পী মার্তিল ল্যাংসডর্ফ ডুমস ডে ক্লক তৈরি করেন। জানিয়ে দেওয়া হয়, এই ঘড়ির কাঁটা মধ্যরাতে পৌঁছনো মাত্রই ধ্বংস হবে মানব সভ্যতা। পারমাণবিক যুদ্ধ, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্যের মতো বিষয়ে উদ্বেগ বেড়েছে সম্প্রতি। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য মার্কিন মসনদে বসার পরই উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। সেই সময়ই ১ সেকেন্ড এগিয়ে দেওয়া হয় ঘড়ির কাঁটা। এবার ফের প্রশ্ন উঠল, ধ্বংসের থেকে কি কয়েক সেকেন্ড দূরে সভ্যতা? বলে রাখা ভালো, এই সেকেন্ডের হিসেব কিন্তু প্রতীকী। যা পর্যায়ক্রমে সভ্যতার ধ্বংসের মুহূর্তকে চিহ্নিত করে চলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০০৮ সালের পর প্রথমবার। ব্রিটেনে পরমাণু মিসাইল মোতায়েন করেছে আমেরিকা।
  • গত ১৬ জুলাই মার্কিন বায়ুসেনা বিমানে নিউ মেক্সিকোর কির্টল্যান্ড বায়ুসেনা ঘাঁটি থেকে উড়িয়ে ব্রিটেনের শহর লেকেনহিথে নিয়ে যাওয়া হয়েছে।
  • এর মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ওয়াশিংটন বার্তা দিল যে এখনও ইউরোপীয় নিরাপত্তা রক্ষায় দায়বদ্ধ তারা।
Advertisement