সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলায় রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই অজ্ঞাতবাস থেকে বার্তা শান্তির নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদোর। মার্কিন অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তারির ঘটনাকে ভেনেজুয়েলায় স্বাধীনতার সূর্যোদয় বলে উল্লেখ করলেন তিনি। শুধু তাই নয়, শাসকহীন লাতিন আমেরিকার এই দেশের প্রেসিডেন্ট পদে এডমুন্ডো গনসালবেজ উরুতিয়াকে বসানোর প্রস্তাব দিলেন মাচাদো।
ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের পর শনিবার রাতে এক্স হ্যান্ডেলে এক বার্তা দেন মাদুরোর বিদ্রোহী শিবিরের নেত্রী মাচাদো। তিনিম লেখেন, এখন স্বাধীনতার সময়! দেশের নাগরিকদের বিরুদ্ধে জঘন্য অপরাধ চালানোর জন্য নিকোলাস মাদুরো আন্তর্জাতিক বিচারের মুখোমুখি হচ্ছেন। এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি পূরণ করেছে আমেরিকা। আমাদের দেশে গণতন্ত্র ও সার্বভৌম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনব, রাজনৈতিক বন্দীদের মুক্ত করব, একটি ব্যতিক্রমী দেশ গড়ে তুলব। দেশের মানুষকে আবার দেশে ফিরিয়ে আনব।'
মাচাদো আরও জানান, 'বছরের পর বছর ধরে আমরা লড়াই করেছি। দেশের জন্য সর্বস্ব দান করেছি। যা হওয়ার ছিল অবশেষে তাই ঘটেছে। আমরা চাই এডমুন্ডো গনসালবেজ উরুতিয়াকে দেশের প্রেসিডেন্ট করা হোক।' উল্লেখ্য, ২০২৪ সালে ভেনেজুয়েলার জাতীয় নির্বাচনে মাদুরোর প্রতিদ্বন্দ্বী ছিলেন উরুতিয়া। অভিযোগ, সেই নির্বাচনে তাঁকে লড়তে দেওয়া হয়নি। এবং অগণতান্ত্রিক ভাবে ক্ষমতার দখল নেন মাদুরো।
সবশেষে নোবেলজয়ীর বার্তা, 'ভেনেজুয়েলাবাসী আমরা শীঘ্রই আমাদের আপনাদের সঙ্গে যা যোগাযোগ করব এবং স্বপ্নের দেশ গড়ব। এখন আমাদের লক্ষ্য বিদেশে থাকা ভেনেজুয়েলার বাসিন্দাদের একত্রিত করা, বিশ্বজুড়ে সরকার এবং নাগরিকদের সক্রিয় করা এবং নতুন ভেনেজুয়েলা গড়ে তোলার মহান কাজে তাদের নিবেদিত করা। আসুন আমরা সকলেই সতর্ক এবং যোগাযোগে থাকি। ভেনেজুয়েলা মুক্ত হবে!'
