shono
Advertisement
Venezuela

'শান্তি হ্যাঁ, যুদ্ধ না', ট্রাম্পের হুমকির মধ্যেই নেচে উঠলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট!

ট্রাম্পের 'MAGA'র প্রতীক লাল বেসবল টুপি মাদুরোর মাথায়!
Published By: Biswadip DeyPosted: 01:25 PM Dec 02, 2025Updated: 01:25 PM Dec 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা শুরু হয়েছে, ভেনেজুয়েলার বিরুদ্ধে কি সরাসরি যুদ্ধে নামবে আমেরিকা? এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চক্ষুশূল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নেচে উঠলেন কোমর দুলিয়ে। ৬৩ বছরের রাষ্ট্রনেতাকে দেখা গেল মাথায় লাল টুপি পরে নাচতে। এই লাল বেসবল টুপি ট্রাম্পের 'MAGA'র প্রতীক। এভাবেই চিনি ট্রাম্পকে 'জবাব' দিলেন বলে মনে করা হচ্ছে। যদিও বিশ্লেষকদের একাংশের মতে, এই আচরণে বিভ্রান্তির ছাপ রয়েছে।

Advertisement

মাদুরোর নিজের শান্তির স্লোগান 'শান্তি হ্যাঁ, যুদ্ধ না'। সেই স্লোগান থেকে তৈরি 'পাজ সি, গুয়েরো নো' নামের এক রিমিক্সেই কোমর দুলিয়েছেন রাষ্ট্রনেতা। প্রেসিডেন্টের প্রাসাদ মিরোফ্লোরস প্যালেসেই এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই দেখা গেল মাদুরোর নাচ। তাঁর চারপাশে ছিল অনুরাগীদের ভিড়। হাতে ভেনেজুয়েলার পতাকা। ছিলেন মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরস এবং দেশের অভ্যন্তরীণ মন্ত্রী দিয়াসদাদো ক্যাবেলো। তাঁর মাথাতেও লাল বেসবল টুপি। তাতে লেখা 'সন্দেহ হল বিশ্বাসঘাতকতা'। তবে একসপ্তাহ আগেও এই ট্র্যাকে কোমর দোলাতে দেখা গিয়েছিল মাদুরোকে।

উল্লেখ্য, বরাবরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপছন্দের তালিকায় শীর্ষে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। দীর্ঘ দিন ধরে সামরিক উত্তেজনা চলছে দুই দেশের। ক্যারিবিয়ান অঞ্চলে প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করেছেন আমেরিকা। বর্তমানে সাতটি মার্কিন যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক সাবমেরিন সেখানে মোতায়েন রয়েছে, যেখানে রয়েছেন প্রায় ৪ হাজার ৫০০ সেনা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন তাঁর সরকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ শুরু করেছে আমেরিকা। ট্রাম্পের দিকে আঙুল তুলে তাঁর অভিযোগ, “মাথায় বন্দুক ঠেকিয়ে দেশের শাসন ব্যবস্থা বদলের চেষ্টা করছে আমেরিকা।”

এদিকে মাদুরোকে মাদক পাচারকারী বলে তোপ দেগে তাঁর গ্রেপ্তারিতে জন্য ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে ট্রাম্প সরকার। এর মধ্যেই শনিবার মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন, ভেনেজুয়েলার আকাশসীমা ব্যবহার বন্ধ করতে হবে মার্কিন বিমান সংস্থাগুলিকে। রবিবার ফোনে কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার। সেকথা জানালেও ট্রাম্প মানতে চাননি ঠিক কী কথা হয়েছে। তাঁর কথায়, ''আমি এই নিয়ে মন্তব্য করতে চাই না। তবে উত্তরটা হল, হ্যাঁ। কিন্তু সেই কথা ভালো না খারাপ, সেটা নিয়ে কিছু বলব না।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জল্পনা শুরু হয়েছে, ভেনেজুয়েলার বিরুদ্ধে কি সরাসরি যুদ্ধে নামবে আমেরিকা?
  • এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চক্ষুশূল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নেচে উঠলেন কোমর দুলিয়ে।
  • ৬৩ বছরের রাষ্ট্রনেতাকে দেখা গেল মাথায় লাল টুপি পরে নাচতে। এই লাল বেসবল টুপি ট্রাম্পের 'MAGA'র প্রতীক।
Advertisement