সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই জানা গিয়েছিল ভারতে আসবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin India Visit)। এবার জানা গেল দিন। ডিসেম্বরেই ভারতে আসছেন পুতিন। বিদেশ মন্ত্রক নিশ্চিত করেছে এই খবর। রুশ তেল কিনে ইতিমধ্যেই আমেরিকার রোষের মুখে পড়েছে ভারত। এখনও সই হয়নি বাণিজ্য চুক্তি। এরমাঝেই পুতিনের ভারত সফরের গুরুত্ব বুঝিয়ে দিচ্ছে তাঁর সফরসূচি।
ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, ডিসেম্বর মাসের চার এবং পাঁচ তারিখ ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এদেশে আসছেন তিনি। এই সপ্তাহের শুরুতেই ভারতের বিদেশমন্ত্রক পুতিনের সফরের কথা নিশ্চিত করে। দিল্লি এবং মস্কোর মধ্যে বার্ষিক সম্মেলনে তিনি যোগ দেবেন বলে জানা গিয়েছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক হবে তাঁর।
শুক্রবার বিদেশমন্ত্রক জানিয়েছে, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে, রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য ৪-৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ভারতে রাষ্ট্রীয় সফর করবে।' ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর সঙ্গেও দেখা হবে পুতিনের। বিদেশমন্ত্রক আরও জানিয়েছে, আসন্ন এই সফর ভারত ও রাশিয়ার নেতাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করার এবং আঞ্চলিক ও বিশ্বব্যাপী বিভিন্ন বিষয়ে মতামত বিনিময়ের সুযোগ করে দেবে।
পুতিন যে এদেশে আসতে পারেন সেকথা শোনা গিয়েছিল নভেম্বরেই। রাশিয়ার প্রশাসনিক দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমাত্রি পেসকভ জানিয়েছিলেন, "শীঘ্রই ভারত সফরে যাবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যত তাড়াতাড়ি সম্ভব তাঁর ভারত সফরের দিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এই বিষয়ে আলোচনা চলছে।" নরেন্দ্র মোদি ও ভ্লাদিমির পুতিনের বন্ধুত্বের সম্পর্ক কারও অজানা নয়। গত অক্টোবর মাসে ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত জুলাই মাসেও ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো যান তিনি। এবার দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে ভারতে আসছেন পুতিন। পাশাপাশি, ইউক্রেনের সঙ্গে চলতে থাকা যুদ্ধ নিয়েও ভারতের সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে তাঁর।
