সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন উলট পুরাণ! রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) যুদ্ধে পালটা মার দিতে শুরু করেছে কিয়েভ। যেখানে বছর দেড়েক যুদ্ধ করেও জয়ের হাসি হাসতে পারেননি পুতিন, সেখানে নতুন করে আশঙ্কা ছড়াচ্ছে মস্কোর দিকে ইউক্রেনের লাগাতার ড্রোন হানায়। বৃহস্পতিবার ১১টি ড্রোন হামলার মুখে পড়ল রাশিয়া। এর মধ্যে ২টি ড্রোন মস্কোয় (Mosco) হানা দিয়েছিল। যদিও রাশিয়ার দাবি, রুশ সেনা সব ক’টি ড্রোনকে গুলি করে নামায়।
রুশ বিদেশ মন্ত্রকের তরফে যে বিবৃতি পেশ করা হয়েছে সেখানে বলা হয়েছে, দু’টি ইউএভি মস্কোর দিকে উড়ে আসছিল। তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১১টি ড্রোনকেই ধ্বংস করা হয়েছে। সেগুলির মধ্যে দুটি আছড়ে পড়েছে সেভাস্তোপলের কাছে। বাকিগুলি কৃষ্ণসাগরে পড়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রুশ সেনা। সেই থেকে শুরু হয়েছে যুদ্ধ। দেড় বছর পরেও অব্যাহত হয়েছে লড়াই। সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধেও পালটা হামলা করার অভিযোগ জানিয়েছে রাশিয়া। এর আগে ক্রেমলিন ও রাশিয়ার অন্যান্য শহর, যেগুলি ইউক্রেনের (Ukraine) সীমান্তবর্তী, সেখানে কিয়েভ ড্রোন হামলা চালাচ্ছে বলে অভিযোগ।
[আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের তিনতলা থেকে পড়ে ছাত্রের মৃত্যু, তদন্তে অ্যান্টি র্যাগিং স্কোয়াড]
এদিকে ইতিমধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, তাঁরা শান্তি আলোচনা প্রত্যাখ্যান করছেন না। কিন্তু ইউক্রেন এভাবে হামলা চালিয়ে গেলে তাঁদের পক্ষে যুদ্ধবিরতির দিকে যাওয়া সম্ভব নয়। ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, এভাবেই উলটে কিয়েভের কাঁধে যুদ্ধের দায়ভার চাপাতে চাইছেন পুতিন।