shono
Advertisement
Zelenskyy

খণ্ডিত ইউক্রেনের বিনিময়ে শান্তি! ট্রাম্পের প্রস্তাব উড়িয়ে জেলেনস্কি বললেন, 'এক ইঞ্চিও জমি দেব না'

জমির বিনিময়ে যুদ্ধবিরতির শর্তে বেঁকে বসলেন জেলেনস্কি।
Published By: Amit Kumar DasPosted: 12:18 PM Dec 10, 2025Updated: 03:46 PM Dec 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমির বিনিময়ে যুদ্ধবিরতির শর্তে বেঁকে বসলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Zelenskyy)। স্পষ্টভাষায় তিনি জানিয়ে দিলেন, 'নিজেদের এক টুকরো জমিও রাশিয়া ছাড়ব না আমরা।' জেলেনস্কির এহেন বার্তায় স্বাভাবিকভাবেই বিপাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ (Russia-Ukraine War) থামাতে তাঁর 'শান্তি প্রক্রিয়া' আপাতত শীতঘুমে যেতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি প্রসঙ্গে সম্প্রতি হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সেখানেই তিনি জানান, 'এতে কোনও ভুল নেই যে রাশিয়া আমাদের থেকে আমাদের এলাকা কেড়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। তবে স্পষ্টভাবে জানাচ্ছি, আমরা এক টুকরো জমিও ছাড়ব না। আমরা ঠিক এই কারণেই যুদ্ধে নেমেছি।' জমি ছাড়ার আইনি যে অধিকার তাঁর নেই, সেকথাও এদিন জানান জেলেনস্কি। বলেন, 'আইনিভাবে আমার কোনও অধিকার নেই দেশের জমি কাউকে দিয়ে দেওয়ার। ইউক্রেনের আইন, আমাদের সংবিধান, আন্তর্জাতিক আইন এবং সত্যি বলতে আমার নৈতিক অধিকারই নেই এই কাজ করার।'

ইউক্রেনের কিছুটা অংশ রাশিয়াকে ছেড়ে দেওয়ার জন্য চাপ জেলেনস্কির উপর চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, 'যুদ্ধ থামাতে গেলে ইউক্রেনকে ডনবাসের কিছু অংশ ছেড়ে দিতেই হবে। কারণ ৪ বছর ধরে চলা এই যুদ্ধে মস্কো সুবিধাজনক স্থানে রয়েছে।' তবে ট্রাম্পের সেই চাপের সামনে মাথানত করতে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট।

বরং আমেরিকার ভরসা ছেড়ে ইউরোপের সমর্থন আদায়ে মাঠে নেমে পড়েছেন তিনি। মঙ্গলবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দেখা করেছেন জেলেনস্কি। রাশিয়ার আগ্রাসন রুখতে ইতালি যাতে ইউক্রেনকে প্রয়োজনীয় সমর্থন দেয় সে আবেদন জানিয়েছেন। এর আগে রোমে পোপ লিও চতুর্দশের সঙ্গেও দেখা করেন তিনি। তাঁর কাছে ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির আহ্বান জানান এবং উভয় পক্ষের কাছ থেকে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জেলেনস্কি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জমির বিনিময়ে যুদ্ধবিরতির শর্তে বেঁকে বসলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
  • স্পষ্টভাষায় তিনি জানিয়ে দিলেন, 'নিজেদের এক টুকরো জমিও রাশিয়া ছাড়ব না আমরা।'
  • জেলেনস্কির এহেন বার্তায় স্বাভাবিকভাবেই বিপাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
Advertisement