সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভার্চুয়াল দুনিয়ায় হরেক গেমের স্বাদবদলে প্রায় বিপ্লব এনেছে পোকেমন৷ বাচ্চাদের জন্য তৈরি এই বিশেষ গেমের জনপ্রিয়তা প্রথম বিশ্বের দেশগুলি ছাড়িয়ে এখন সারা দুনিয়াতেই৷ কিন্তু সব দেশের বাচ্চারাই কি আর পোকেমনকে ছুঁতে পারছে? না, পারছে না৷ পোকেমনকে ছোঁয়ার মতো শান্তিই যে নেই এই দেশে৷ পোকেমনকে পাশে নিয়ে সে দুঃখের কথাই তুলে ধরছে সিরিয়ার বাচ্চারা৷
সম্প্রতি পোকেমনকে পাশে রেখে বেশ কিছু বাচ্চার ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় পোকেমনকে কেমন দেখতে হবে তাই তুলে ধরা হয়েছে৷ আর এর মাধ্যমেই উঠে এসেছে দেশটির আসল চিত্র৷ যখন সারা দুনিয়ার বাচ্চা পোকেমনকে ছুঁতে উদগ্রীব, তখন সিরিয়ার এই বাচ্চাদের দুঃখে কাঁদছে খোদ পোকেমনই৷ পোকেমনের কাছেই বাচ্চাদের আর্জি, আমার বাড়ি সিরিয়ায়, আমাকে উদ্ধার করতে এসো৷
কেন এই ধরনের ছবির ছড়াছড়ি? বলা হচ্ছে, একদিকে পোকেমনকে নিয়ে মেতে আছে গোটা দুনিয়া৷ অন্যদিকে, ইরাক যুদ্ধবিধ্বস্ত৷ এ দুইকেই মেলানো হয়েছে৷ পোকেমনের জনপ্রিয়তার মাধ্যমেই সিরিয়ার বাচ্চাদের দুর্দশার ছবিটি যাতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তাই এই উদ্যোগ৷
The post যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বাচ্চাদের দুঃখে কাঁদছে পোকেমনও! appeared first on Sangbad Pratidin.