shono
Advertisement

‘মতপার্থক্য কখনও বিবাদে পরিণত হবে না’, অবশেষে লাদাখ ইস্যুতে নরম সুর চিনের

দিল্লির সুরেই সুর মেলাচ্ছে বেজিং। The post ‘মতপার্থক্য কখনও বিবাদে পরিণত হবে না’, অবশেষে লাদাখ ইস্যুতে নরম সুর চিনের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:16 PM Jun 08, 2020Updated: 05:16 PM Jun 08, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে যাবতীয় বাক-বিতণ্ডা, যাবতীয় আস্ফালন, এবং চিনের রক্তচক্ষু দেখানোর পালা সাঙ্গ হওয়ার ইঙ্গিত মিলল। লাদাখ ইস্যুতে সুর নরম করল ড্রাগনের দেশ। ভারতের সুরে সুর মিলিয়ে লালচিন (China) স্পষ্ট করে দিল, লাদাখ সীমান্ত নিয়ে যতই মতবিরোধ থাক, ভারতের সঙ্গে যুদ্ধ তাঁরা চায় না।

Advertisement

প্রায় মাসখানেক ধরে লাদাখ এবং সিকিম সীমান্তে চিনা এবং ভারতীয় বাহিনীর মধ্যে একটা সংঘর্ষের আবহ চলছে। দুই দেশই প্রকৃত সীমান্তরেখা (Line of Actual Control) বরাবর হাজার হাজার সেনা মোতায়েন করে রেখেছে। মজুত রাখা হয়েছে বহু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। সেই উত্তেজনা প্রশমন করার লক্ষ্যে শনিবার চিনের মালডো এলাকায় লালফৌজের সেনাঘাঁটিতে ভারত ও চিন সেনার লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের বৈঠক হয়। দুই দেশের সেনাবাহিনীর বৈঠকে স্পষ্ট কোনও সমাধানসুত্র না বের হলেও, ‘সম্ভাব্য সমাধানসূত্র’ বের করতে দুই পক্ষই অনেকগুলি বিকল্পের প্রস্তাব দিয়েছে। যা এই বৈঠকের ইতিবাচক দিক। এখানেই শেষ নয়। চিন বলছে, শনিবারের বৈঠকে আরও একটি বিষয়ে দুই দেশই একমত হয়েছে। সেটা হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের মধ্যে যে ‘বন্ধুত্বপূর্ণ’ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন, সেটা মেনে চলা। সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে যতই মতবিরোধ থাক, তা যেন বিবাদে পরিণত না হয়, সেটা নিশ্চিত করতে চায় বেজিং।

[আরও পড়ুন: প্রতিরক্ষায় ‘আত্মনির্ভর’ হবে ভারত, আসছে ‘মেড ইন ইন্ডিয়া’ যুদ্ধবিমান]

সোমবার চিনের বিদেশমন্ত্রকের তরফে সরকারিভাবে বিবৃতি দিয়ে জানানো হল, “গত ৬ জুন ভারত ও চিনের সেনাবাহিনীর বৈঠকে দু’পক্ষের মধ্যে সন্তোষজনক আলোচনা হয়েছে। সম্প্রতি সামরিক এবং কূটনৈতিকভাবে দুই দেশ একে অপরের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলেছে। একটা বিষয়ে দুই দেশই একমত, দুই দেশের রাষ্ট্রনেতারা যে একসঙ্গে যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত আমাদের মেনে চলতে হবে। মতবিরোধকে কিছুতেই বিবাদে পরিণত হতে দেওয়া যাবে না।” চিন জানিয়েছে, তাঁরা সীমান্ত সমস্যা নিয়ে ভারতের সঙ্গে বৈঠকে বসতে রাজি। সমস্যা মেটাতে দু’পক্ষকে আরও বেশি করে আলোচনা করতে হবে। উল্লেখ্য, শনিবারের বৈঠক নিয়ে রবিবারই ভারত বিবৃতি দিয়ে বলেছিল, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) বরাবর ভারত ও চিনের মধ্যে যে সাময়িক উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে, তা আলোচনার মাধ্যমেই মিটিয়ে নেবে দুই দেশ। সোমবার সরকারিভাবে বিবৃতি দিয়ে একই কথা জানাল বেজিংও।

The post ‘মতপার্থক্য কখনও বিবাদে পরিণত হবে না’, অবশেষে লাদাখ ইস্যুতে নরম সুর চিনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement