shono
Advertisement
Xi Jinping

ট্রাম্পকে রুখতে ভারতকে পাশে চাই, রাষ্ট্রপতিকে গোপন চিঠি জিনপিংয়ের! পত্রমিতালিতেই ঘুচল দূরত্ব?

Published By: Anwesha AdhikaryPosted: 02:08 PM Aug 29, 2025Updated: 03:19 PM Aug 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের শুল্কবোমার মোকাবিলায় কাছাকাছি আসছে ভারত-চিন। রবিবার চিন সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠক করবেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। এহেন পরিস্থিতিতে জানা গিয়েছে, ট্রাম্পের শুল্কনীতি ঘোষণার পরেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছিলেন জিনপিং। তাঁর সেই বার্তার পরই ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক উন্নতি হয়েছে।

Advertisement

বিখ্যাত সংবাদমাধ্যম ব্লুমবার্গ সূত্রে খবর, রাষ্ট্রপতিকে পাঠানো চিঠির বার্তা পৌঁছে দেওয়া হয় মোদির কাছে। চিঠিতে চিনা প্রেসিডেন্ট লেখেন, চিনের পক্ষে ক্ষতিকারক এমন চুক্তিতে যদি ভারত-আমেরিকা রাজি হয়, তাহলে সেই বিষয়টি বেজিংয়ের পক্ষে খুবই উদ্বেগের। বিশ্লেষকদের মতে, জল মাপতেই এই চিঠি লিখেছিলেন জিনপিং। কারণ সেসময়ে বাণিজ্য চুক্তি করতে চেয়ে আমেরিকার সঙ্গে জোরকদমে আলোচনা চালাচ্ছে ভারত। প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে চুক্তি, এমনটা দাবি করেন ট্রাম্প নিজেও।

কিন্তু জিনপিংয়ের এই চিঠির সময় থেকেই ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করতে শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই বিষয়টিও চিঠিতে উল্লেখ করেন চিনা প্রেসিডেন্ট। তারপর থেকেই ধীরে ধীরে ভারত-চিন সম্পর্কের বরফ গলতে শুরু করে। বিমান পরিষেবা শুরু, রপ্তানিতে ছাড়পত্রের মতো বিষয়গুলি নিয়ে অবস্থান কিছুটা বদলায় দুই দেশ। 'হাতি-ড্রাগনের নাচ' শব্দবন্ধও বারবার মনে করিয়ে দেয় চিন।

এহেন পরিস্থিতিতে ভারতের উপর আছড়ে পড়ে ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক। ভারতের পাশে দাঁড়িয়ে এই শুল্কনীতির নিন্দা করেছে চিন। তারপরেই ভারত-চিন সম্পর্ক ফের জোড়া লাগতে শুরু করে। ট্রাম্পের শুল্কনীতিকে ভোঁতা করে দিতে দুই দেশের বাণিজ্যের পরিমাণ বাড়তে চলেছে। সাত বছর পর চিনে পা রাখছেন মোদি স্বয়ং। তবে চিনের গতিবিধি একেবারেই সন্দেহের ঊর্ধ্বে নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের সঙ্গে চলা দ্বন্দ্ব দূরে সরিয়ে আমেরিকাকে টক্কর দিতে নয়াদিল্লিকে পাশে চায় বেজিং। রাজনৈতিক মহলের দাবি, সেই লক্ষ্যেই আপাতভাবে দুই দেশের কূটনৈতিক বিরোধ দূরে সরিয়ে রাখতে আগ্রহী চিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিখ্যাত সংবাদমাধ্যম ব্লুমবার্গ সূত্রে খবর, রাষ্ট্রপতিকে পাঠানো চিঠির বার্তা পৌঁছে দেওয়া হয় মোদির কাছে।
  • জিনপিংয়ের এই চিঠির সময় থেকেই ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করতে শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট।
  • ট্রাম্পের শুল্কনীতিকে ভোঁতা করে দিতে দুই দেশের বাণিজ্যের পরিমাণ বাড়তে চলেছে। সাত বছর পর চিনে পা রাখছেন মোদি স্বয়ং।
Advertisement