shono
Advertisement
Zohran Mamdani

৮০০ বর্গফুটের ফ্ল্যাট ছেড়ে 'প্রাসাদে'র হাতছানি! বাসাবদল করবেন নিউ ইয়র্কের মেয়র মামদানি?

বাড়ির পাইপ ফেটে যাওয়ায় একদিন পুরো সকাল ঘরের জল পরিষ্কার করেই কেটেছে মামদানির।
Published By: Anustup Roy BarmanPosted: 07:39 PM Nov 09, 2025Updated: 07:39 PM Nov 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবনির্বাচিত মেয়রের ফ্ল্যাটের আয়তন ৮০০ বর্গফুট। রয়েছে একটিমাত্র ঘর। পাইপ ফেটে জল বেরোয় প্রায়ই। এখানেই থাকেন জোহরান মামদানি। কিন্তু বেশিদিন কি তিনি থাকবেন এখানে? নিউ ইয়র্কের মেয়রের জন্য নির্ধারিত বাড়িতে কবে যাবেন তিনি?

Advertisement

অ্যাস্টোরিয়া এলাকায় মামদানির বর্তমান ৮০০ বর্গফুটের অ্যাপার্টমেন্টে ভাড়াবাড়িতে ঘর গরম রাখার এবং গরম জলের ব্যবস্থা রয়েছে। নিউ ইয়র্ক শহরের আইন অনুসারে প্রতি আবাসনে এইগুলি থাকা একটি বাধ্যতামূলক শর্ত। যদিও, তাঁর বাসস্থানে কোনও ওয়াশিং মেশিন বা ড্রায়ার নেই। তবে বাড়ির সকলের ব্যবহারের জন্য একটি লন্ড্রি রুম রয়েছে। ১৯২৯ সালের এই বাড়িতে একটি লিফটও রয়েছে, যা অন্যান্য জায়গায় পাওয়া কঠিন। মামদানি নিজেই জানিয়েছেন বাড়ির পাইপ ফেটে যাওয়ায় একদিন পুরো সকাল ঘরের জল পরিষ্কার করেই কেটেছে তাঁর।

জানা গিয়েছে, নিউ ইয়র্কের মেয়রের থাকার জন্য নির্ধারিত ২২৬ বছরের পুরনো 'প্রাসাদে' যেতে পারেন মামদানি। নিউ ইয়র্ক সহরের আপার ইস্ট সাইডের এই প্রাসাদে রয়েছে ঝলমলে আয়না, ঝাড়বাতি, মেহগনি দরজা, আপেল এবং ডুমুর গাছ দিয়ে ঘেরা বিশাল লন এবং একটি সবজির বাগান। মামদানির বর্তমান বাসস্থান এই প্রাসাদের সামনে নগন্য। যদিও এই প্রাসাদ মামদানি গ্রহণ করবেন কিনা সেই বিষয়ে এখনও প্রশ্ন রয়েছে।

মামদানি জানিয়েছেন, কিছুদিন আগেই তিনি এবং তাঁর স্ত্রী রামা দুয়াজি নতুন বাসস্থান খোঁজার বিষয়ে আলোচনা করেছেন। মেয়র নির্বাচিত হওয়ার পরে এক কামরার ফ্ল্যাটে থাকা একটু সমস্যা হবে বলে তাঁদের ধারণা। কিন্তু, তিনি এখনও জানাননি মেয়রের জন্য নির্ধারিত 'গ্রাসি ম্যানসনে' তিনি থাকবেন কিনা। মামদানি বললেন, 'আমি কোথায় থাকব তার উত্তর এখনও আমার কাছে নেই, তবে আমি আপনাকে বলতে পারি আমি কোথায় কাজ করব। সেটা সিটি হল।'

অ্যাস্টোরিয়া একটি সাশ্রয়ী এলাকা। এখানে নিউ ইয়র্কের সাধারণ পরিবারগুলি বসবাস বলে মনে করা হয়। অন্যদিকে, আপার ইস্ট সাইড বিশ্বের অন্যতম বিলাসবহুল এলাকা। কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রায় সব মেয়রই এখনও পর্যন্ত মেয়রের প্রাসাদকেই থাকার জায়গা হিসেবে বেছে নিয়েছেন। নিজের প্রচারের সঙ্গে তাল মিলিয়ে মামদানি সাধারণ মানুষের কাছাকাছি থাকার চেষ্টা করবেন নাকি 'প্রাসাদে' যাবেন সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেয়রের ফ্ল্যাটের আয়তন ৮০০ বর্গফুট।
  • রয়েছে একটিমাত্র ঘর।
  • পাইপ ফেটে জল বেরোয় প্রায়ই।
Advertisement