shono
Advertisement

Breaking News

চারশোর বেশি চ্যানেল বন্ধ করছে ইউটিউব, কিন্তু কেন?

কী জানাচ্ছে ইউটিউব কর্তৃপক্ষ? The post চারশোর বেশি চ্যানেল বন্ধ করছে ইউটিউব, কিন্তু কেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 05:22 PM Feb 23, 2019Updated: 05:22 PM Feb 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই পর্নসাইটের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নয়াদিল্লি৷ এদেশে বন্ধ হয়েছে ৮২৭টি পর্ন সাইট। যার জেরে অলীক সুখ থেকে বঞ্চিত হতে হয়েছে ভারতের লক্ষ লক্ষ পর্নপ্রেমীকে। তবে শুধু পর্নপ্রেমীরাই নন, বঞ্চিতদের তালিকায় এবার যুক্ত হয়েছে ইউটিউব প্রেমীরাও৷ কারণ, এবার চারশোটিরও বেশি চ্যানেলকে বন্ধ করল সংস্থাটি৷ অভিযোগ, সাধারণ ভিডিও-র নামে চ্যানেলগুলিতে শিশুদের শোষণের ভিডিও দেখানো হত বা চাইল্ড পর্নগ্রাফি দেখানো হত৷

Advertisement

[মনের কথা প্রিয়জনকে বলতে ভয়? মুশকিল আসান করবে রোবট ‘ঘটক’ ]

ইউটিউবে একাধিক সংস্থা তাঁদের বিজ্ঞাপনের ভিডিও আপলোড করেন৷ সেই বিজ্ঞাপনে বিভিন্ন ভাবে শিশুদের ব্যবহার করা হয়৷ সূত্রের খবর, এই বিষয়টিকেই শিশুদের উপর শোষণ বলে নয়া টার্মস অ্যান্ড কন্ডিশনে যুক্ত করেছে ইউটিউব৷ এমনকী, এই চ্যানেলগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগও জমা পড়েছে সংস্থার কাছে৷ এবং সমস্ত অভিযোগ খতিয়ে দেখে চ্যানেলগুলিকে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি৷ ইউটিউব জানিয়েছে, শিশুদের নিরাপত্তা রক্ষার্থেই তাঁদের এই সিদ্ধান্ত৷ ভবিষ্যতে ভিডিও-র ক্ষেত্রে আরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে ইউটিউব৷ সূত্রের খবর, ইউটিউবের নজরে রয়েছে নেসলে, ডিজনি, ম্যাকডোনাল্ডের মতো সংস্থা৷

[ডিজিটাল যুগে ‘উন্মুক্ত ভাষা’র জনক মেহেদি হাসান আজও স্বীকৃতি পেলেন না]

এই বিষয়ে ইউটিউবের অন্যতম স্রষ্টা ম্যাট ওয়াটসন জানিয়েছেন, এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে যাতে যৌনতা বা শিশুশ্রমের প্রচার না করা যায়, সেদিকে সজাগ দৃষ্টি করেছে৷ এই নজরদারির ক্ষেত্রে বিশেষ প্রযুক্তির সাহায্য নিচ্ছে সংস্থা৷ ভিডিও-র কমেন্ট সেকশনেও যেন কেউ যৌন সুড়সুড়ি দেওয়া মন্তব্য করতে না পারেন, সেদিকেও নজর রাখা হবে৷

The post চারশোর বেশি চ্যানেল বন্ধ করছে ইউটিউব, কিন্তু কেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement