সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন ভালো-মন্দের মিশেলে গড়া। অপ্রত্যাশিত ঘটনাগুলো প্রায়শই আমাদের সামনে হঠাৎ করে চলে আসে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব হয়ে ওঠে। জেনে নিন আপনার আজকের রাশিফল।
মেষ রাশি: আর্থিক সমস্যা কিছুটা মিটবে। দিনের শুরুতেই ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আইনি সমস্যা এড়িয়ে চলুন। কর্মস্থলে সুনাম বৃদ্ধি। স্ত্রীর সঙ্গে মতানৈক্য ঘটবে। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের শুভ যোগ রয়েছে। শারীরিক সমস্যায় ভুগবেন। অতিরিক্ত অর্থব্যয়ের আশঙ্কা রয়েছে। আজকের দিনটি ভ্রমণের জন্য শুভ।
বৃষ রাশি: সংযত জীবন-যাপন করুন। সংসারে অশান্তি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। নিজের ক্রোধকে সংবরণ করুন। পুরনো কোনও আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা শুভ। সন্তানের জন্য অতিরিক্ত উদ্বেগের আশঙ্কা। দূরবর্তী স্থানে ভ্রমণের শুভ যোগ রয়েছে।
মিথুন রাশি: সম্পত্তি ক্রয়-বিক্রয়ের জন্য দিনটি শুভ। আপনার কাছের কেউ মনে কষ্ট দিতে পারে। মানসিক অস্থিরতায় ভুগবেন। ব্যবসায় লাভের মুখ দেখবেন। যেকোনও গুরুত্বপূর্ণ কাজ বিকেলের দিকে করুন। পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। পেটের সমস্যায় ভোগার আশঙ্কা।
কর্কট রাশি: কর্মস্থলে পরিশ্রম বাড়বে। ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা। বিদ্যার্থীদের জন্য ভালো সুযোগ আসার সম্ভাবনা। সংসারে শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। ভ্রমণের শুভ যোগ রয়েছে।
সিংহ রাশি: কর্মক্ষেত্রে কারওর সঙ্গে অশান্তিতে জড়াতে পারেন। অতিরিক্ত অর্থব্যয় হবে। স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা। সংসারে শান্তি বিঘ্নিত হবে। পিতা-মাতার শরীরের প্রতি যত্ন নিন। আবেগকে নিয়ন্ত্রণ করুন।
কন্যা রাশি: দীর্ঘদিনের কোনও সুসম্পর্ক হঠাৎ করেই নষ্ট হয়ে যেতে পারে। ব্যবসায় অর্থাগম হওয়ার আশঙ্কা। নিজেকে সংযত করুন। কারওর সঙ্গে কদর্য আচরণ করবেন না। পিতা-মাতার শরীর ভালো যাবে না। চিকিৎসায় খরচ বাড়ার সম্ভাবনা।
তুলা রাশি: নিজের ভুলের জন্য সরাসরি ক্ষমা চেয়ে নিন। আইনি সমস্যা এড়িয়ে চলুন। সংসারে শান্তি বিঘ্নিত হতে পারে। আর্থিক সমস্যায় পড়তে পারেন। সন্তানের জন্য অযথা দুশ্চিন্তা করবেন না। কর্মস্থলে সুনাম বৃদ্ধি। ভ্রমণের শুভ যোগ রয়েছে।
বৃশ্চিক রাশি: পারিবারিক শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি। পিতা-মাতার শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়বে। ব্যবসায় লাভের মুখ দেখবেন। পুরনো বাতের ব্যথায় কষ্ট বাড়বে। শত্রুর সঙ্গে সমঝোতা করে নিন। ভ্রমণের জন্য দিনটি শুভ নয়।
ধনু রাশি: সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে পরিবারে অশান্তি সৃষ্টির আশঙ্কা। পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। শারীরিক সমস্যা বাড়বে। চিকিৎসকের পরামর্শ নিন। নতুন চাকরির শুভ যোগ রয়েছে। রাস্তায় সাবধানে চলাফেরা করুন। সন্তানের জন্য গৃহে শান্তি ফিরবে।
মকর রাশি: ব্যবসায় দারুণ উন্নতির সম্ভাবনা। দিনের মধ্যভাগে ভালো খবর আসবে। পিতা-মাতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। ভ্রমণের জন্য দিনটি শুভ নয়। সংসারে শান্তি বিঘ্নিত হতে পারে। অর্থ ভাগ্য ভালো।
কুম্ভ রাশি: প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়াতে পারেন। পুলিশি ঝামেলা এড়িয়ে চলুন। কর্মস্থলে পরিশ্রম বাড়বে। শেয়ার মার্কেটে অতিরিক্ত লগ্নি করবেন না। পিতা-মাতার শরীর ভালো যাবে না। সংসারে অশান্তির আশঙ্কা। নিজেকে সংযত রাখুন। সকলের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। ভ্রমণের জন্য দিনটি শুভ নয়।
মীন রাশি: ক্রোধ সংবরণ করুন। দাম্পত্য জীবনে অশান্তির আশঙ্কা। মানসিক চাপ বাড়বে। সন্তানের জন্য উদ্বেগ থাকবে। পিতা-মাতার স্বাস্থ্য অবনতি ঘটবে। শারীরিক সমস্যায় ভোগার আশঙ্কা। অর্থভাগ্য ভালো যাবে না। ভ্রমণের শুভ যোগ রয়েছে।
