shono
Advertisement
Rashifal Today in Bengali

২০ জুন রাশিফল: এই দুই রাশির পোক্ত হবে প্রেম, অর্থ প্রাপ্তির সম্ভাবনা, আপনার দিন কেমন যাবে?

রাশি অনুযায়ী ভেবেচিন্তে নিন যাবতীয় সিদ্ধান্ত।
Published By: Sulaya SinghaPosted: 07:00 AM Jun 20, 2025Updated: 03:58 PM Jun 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম, অর্থ, স্বাস্থ্য বা কর্মজীবনের মতো দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে রাশিফলের দিকনির্দেশনা সবসময়ই গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেওয়া যাক আজকের রাশিফলে (Rashifal Today in Bengali) কেমন কাটবে আপনার দিন।

Advertisement

মেষ রাশি: নতুন কোনও সম্পর্কে জড়াতে পারেন। পরিবারে শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা। ব্যবসায় আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। আজ কোনও গুরুত্বপূর্ণ কাজে হাত দেবেন না। প্রেমের সম্পর্ক ছিন্ন হতে পারে। দাম্পত্যজীবনে অশান্তি সৃষ্টির আশঙ্কা। শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো নয়। ভ্রমণে শুভ যোগ রয়েছে।

বৃষ রাশি: অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। উপার্জন ভাগ্য খুব ভালো। কর্মস্থলে সুনাম বৃদ্ধি। পরিবারে ভাই-বোনের সঙ্গে বিবাদে জড়াতে পারেন। ক্রোধ সংবরণ করুন। আইনি জটিলতা এড়িয়ে চলুন। জীবিকার ক্ষেত্রে সন্তানের ভাগ্য অনুকূল। পিতা-মাতার শরীর ভালো যাবে না। চিকিৎসায় ব্যয় বৃদ্ধি। ভ্রমণের জন্য দিনটি অশুভ।

মিথুন রাশি: বিবাদে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পুলিশি ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন। আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। পিতা-মাতার শরীর ভালো যাবে না। চিকিৎসার জন্য ব্যয় বাড়তে পারে। নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করুন। বিদ্যার্থীদের জন্য কোনও বড় সুযোগ আসবে। পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা। যানবাহনে সাবধানে ওঠা-নামা করুন।

কর্কট রাশি: ব্যবসায় অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। চাকরি ক্ষেত্রেও অর্থভাগ্য ভালো। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হওয়ার আশঙ্কা রয়েছে। পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। মানসিক চাপ বাড়বে। অসৎ সঙ্গ পরিত্যাগ করুন। নিজের চিন্তাভাবনা পালটান। পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন।

সিংহ রাশি: জীবিকা ভাগ্য অনুকূল। দ্বিতীয় ব্যক্তির জন্য সংসারে অশান্তির সম্ভাবনা। নিজেকে সংযত রাখুন। পুরনো বিবাদ মিটে যেতে পারে। যেকোনও গুরুত্বপূর্ণ সিদ্ধন্ত গ্রহণের আগে পরিবারের সকলের মতামত নিন। সন্তানের জন্য উদ্বেগ বাড়বে। দিনের মধ্য ভাগের পর কোনও গুরুত্বপূর্ন কাজে হাত দেবেন না। ভ্রমণের শুভ যোগ রয়েছে।


কন্যা রাশি: অর্থ কষ্টে ভুগতে পারেন। কর্মস্থলে উচ্চপদস্থ কোনও ব্যক্তি দ্বারা অপমানিত হতে পারেন। মানসিক চাপ বৃদ্ধি পাবে। অযথা মাথা গরম করবেন না। ঝগড়া-অশান্তি এড়িয়ে চলুন। বিদ্যার্থীদের জন্য দিনটি অশুভ। কোনও ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। পিতা-মাতার শরীর নিয়ে উদ্বেগ বাড়বে। গুরুজনদের প্রতি মনযোগ দিন।

তুলা রাশি: আর্থিক সমস্যায় পড়তে পারেন। দিনের শুরুতেই কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পরিবারে কারওর সঙ্গে বিবাদে জড়াতে পারেন। দাম্পত্যজীবনে শান্তি বজায় থাকবে। কোমরের ব্যথায় কষ্ট পাবেন। সন্তানের জন্য মানসিক দুশ্চিন্তা বাড়বে। পেটের সমস্যায় ভুগবেন। যানবাহনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অতিরিক্ত অর্থ লাভ।

বৃশ্চিক রাশি: ফেলে রাখা কাজ শীঘ্রই সেরে ফেলুন। পরিবারে শান্তি বজায় থাকবে। ব্যবসায় লাভ বৃদ্ধি। পুরনো আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন। পিতা-মাতার শরীর ভালো যাবে না। সন্তানের জন্য খরচ বাড়বে। প্রেমের ব্যাপারে অবসাদ। ভ্রমণের ক্ষেত্রে বিদেশ যোগ রয়েছে।

ধনু রাশি: আর্থিক সমস্যায় কষ্ট পাবেন। সঞ্চয়ের ব্যাপারে মনযোগ দিন। কর্মক্ষেত্রে গুরুত্ব বৃদ্ধি। ভালো ফল লাভের জন্য ধৈর্য ধরুন। শেয়ারে বাড়তি টাকা লগ্নি করবেন না। বন্ধুদের সঙ্গে বিবাদে জড়াবার সম্ভাবনা। স্ত্রীর সঙ্গে মতানৈক্য ঘটতে পারে। সন্তানের জন্য গৃহে শান্তি বজায় থাকবে। আর্থিক ব্যাপারে দ্বিতীয় ব্যক্তির সাহায্য লাভ। ভ্রমণের জন্য দিনটি শুভ নয়।

মকর রাশি: পেশাগত ক্ষেত্রে বিবাদে জড়াতে পারেন। সন্তানের সাফল্যে আনন্দ লাভ। প্রেমের সম্পর্কে অপর ব্যক্তির আগমন। সম্পত্তি নিয়ে পরিবারে বিবাদে জড়াতে পারেন। ব্যবসায় মানসিক চাপ বৃদ্ধি। নিজেকে সংযত করুন। ভ্রমণের জন্য দিনটি শুভ নয়। আর্থিক সমস্যায় পড়বেন। শারীরিক সমস্যায় কষ্ট পাবেন।

কুম্ভ রাশি: সংসারে অর্থ ব্যয় বৃদ্ধি। সঞ্চয়ের দিকে মনযোগ দিন। ব্যবসায় চাপ বৃদ্ধি। প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিনের ঝামেলা মিটে যেতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি প্রতিকূল। বিবাহ নিয়ে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে গ্রহণ করবেন না। জীবিকার ক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি। কাছাকাছি স্থানে ভ্রমণ হতে পারে।

মীন রাশি: আর্থিক উন্নতির যোগ রয়েছে। কর্মস্থলে বিরোধী ব্যক্তির সঙ্গে মিত্রতা হতে পারে। স্ত্রীর জন্য সংসারে শান্তি বৃদ্ধি। নতুন চাকরি যোগ রয়েছে। সন্তানের জন্য গৃহে শুভ সংবাদ পাবেন। নিজের ব্যক্তিত্ব দেখানোর সুযোগ পাবেন। দাঁতের ব্যথায় কষ্ট পেতে পারেন। কর্মস্থলে নতুন দায়িত্ব বৃদ্ধি। ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি পাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জীবনের বিভিন্ন ক্ষেত্রে রাশিফলের দিকনির্দেশনা সবসময়ই গুরুত্বপূর্ণ।
  • চলুন জেনে নেওয়া যাক আজকের রাশিফলে কেমন যাবে আপনার দিনটা।
Advertisement