shono
Advertisement
Weekly Horoscope

১৫ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত Horoscope: মেষ রাশির আর্থিক উন্নতি, আপনার ভাগ্যে কী? জানুন সাপ্তাহিক রাশিফল

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।
Published By: Suparna MajumderPosted: 09:42 AM Dec 15, 2024Updated: 09:42 AM Dec 15, 2024

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে বৃষে চন্দ্র ও বক্রী বৃহস্পতি, কর্কটে বক্রী মঙ্গল, কন‌্যায় কেতু, বৃশ্চিকে রবি ও বক্রী বুধ, মকরে শুক্র, কুম্ভে শনি এবং মীনে রাহু। ১৫ ডিসেম্বর রাত্রি ২.৪৩ মিঃ বুধ মার্গী হবে। কী হবে এর প্রভাব? (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। বিনোদন জগতে কর্মরত জাতক-জাতিকাদের জন‌্য সময়টি শুভ। এই সময় তারা তাদের কাজের সাফল্যের জন্য সময়টির জন্য সুনাম অর্জন করতে পারবেন। সন্তানের লেখাপড়া আশানুরূপ উন্নতি। নতুন সম্পত্তি কেনার ব‌্যাপারে ঋণের আবেদন অনুমোদিত হওয়া সম্ভাবনা। লটারি বা শেয়ারে কিছু অর্থ হাতে আসতে পারে। কর্মক্ষেত্রেও বন্ধুবান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। অংশীদারী ব‌্যবসায় মনোমালিন‌্য দেখা দিলে এককভাবে ব‌্যবসা পরিচালনার চেষ্টা করুন। মাতৃকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। পরিবারে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনদের পরামর্শ অবশ‌্যই নেবেন।

বৃষ

সপ্তাহের শুরুতে সরকারি কর্মচারীদের জন‌্য ভালো সময়। কর্মপ্রার্থীদের নতুন কাজের সন্ধান আসবে। পরিবারে কারও কারও স্বার্থপরতার জন‌্য সম্পর্ক নষ্ট হতে পারে। স্বাধীন পেশাগত ক্ষেত্রে অর্থ সমস‌্যা সাময়িক। কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনার সারল্যের সুযোগ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে আপনার সুনাম নষ্ট করতে পারেন। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্যের জন‌্য আপনি গর্ববোধ করবেন। মহিলাদের এই সময়ে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। ব‌্যবসায় মন্দাভাব কেটে যাওয়ার সম্ভাবনা। বহুদিন ধরে চলা মামলার ফল আপনার অনুকূলে আসতে পারে। বয়ঃসন্ধি সন্তানদের আচার-আচরণের জন‌্য প্রতিবেশীর সঙ্গে মনোমালিন‌্য হতে পারে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের সুনাম বৃদ্ধির যোগ আছে।

মিথুন

সন্তানের নতুন চাকরি পাওয়ার খবরে মানসিক শান্তি পাবেন। ব্যবসার ভালো সুযোগ এলেও নিজের উদাসীনতার জন্য সুযোগ হাতছাড়া হয়ে পারে। এই সময় ছোটখাটো বিনিয়োগ করলেও বড় ধরনের কোনও বিনিয়োগ করতে যাবেন না। নিজের কাজের জায়গায় কখনও মতামত প্রকাশ করতে যাবেন না। ব্যবসায়ীরা অতিরিক্ত ঋণ নেওয়ার প্রবণতা থেকে দূরে থাকুন। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি। সংসারে বড় কোনও পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে চিন্তাভাবনা করে নেবেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজ দলে বড় পদ বা দায়িত্ব পেতে পারেন। চাকরিস্থানে ভালো খবর আশা করতে পারেন।

কর্কট

প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে সপ্তাহটি চলবে। হস্তশিল্পে নৈপুণ্যের জন্য ভালো কাজের বরাত মিলতে পারে। মধ্যবয়স্ক জাতক-জাতিকারা পড়ে গিয়ে মাথায় আঘাত পেতে পারেন। সামাজিক কাজের মাধ্যমে আপনার মান ও যশ বৃদ্ধি পেলেও কতিপয় ব‌্যক্তি আপনার কাজে জটিলতা সৃষ্টি করতে পারে। বেসরকারি ক্ষেত্রে কর্মরত জাতক-জাতিকাদের কর্মে উন্নতি ও আর্থিক লাভ। এই সময় ভবিষ্যতের জন্য সঞ্চয়ে মন দিন। অতিরিক্ত বিলাসিতায় খরচ করার ফলে সপ্তাহের মধ‌্যভাগে আর্থিক টানাটানিতে পড়তে পারেন। সন্তানের স্বাস্থ‌্য নিয়ে অযথা চিন্তা করবেন না। সপ্তাহের শেষে নতুন যানবাহন কেনার সুযোগ আসতে পারে। বিদ‌্যার্থীদের জন‌্য সপ্তাহটি শুভ।

সিংহ

সপ্তাহের শুরুতে এই রাশির জাতক-জাতিকাদের ব‌্যবসায় উন্নতি লক্ষ‌্য করা যায়। রাজনীতিবিদরা সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। কর্মপ্রার্থীদের নতুন কর্মসংস্থানের সুযোগ আসবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ার ফলে পদোন্নতি আটকে যেতে পারে। এই সময় কিছু প্রাপ্তিযোগের লক্ষণ দেখতে পাওয়া যায়। পরিবারে দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। ব‌্যবসায়ীরা প্রতিপক্ষ ব‌্যবসায়ীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। কন‌্যাসন্তানের বিবাহ নিয়ে কিছু সমস‌্যা দেখা দিতে পারে। স্ত্রীর আর্থিক সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। বয়স্করা গুরুপাক জাতীয় খাদ‌্য বর্জন করুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

কন্যা

এই সপ্তাহে পিতার স্বাস্থ‌্য ভালোই যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল‌্য পেতে পারেন। ব‌্যবসায়ীদের সপ্তাহটি মোটের উপর ভালো। এই সময় অতিরিক্ত ঋণ নিয়ে ঋণের বোঝা বাড়াবেন না। নব-বিবাহিতরা প্রেম ও ভালবাসার মাধ‌্যমে জীবন উপভোগ করুন। অতিরিক্ত পরিশ্রমের জন‌্য এই রাশির জাতক-জাতিকার শারীরিক দুর্বলতার সৃষ্টি হতে পারে। জমিজমা ও সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। ভালো কোনও যোগাযোগে সন্তানের উন্নতি। আপনার বহু বন্ধু থাকলেও প্রয়োজনের সময় অনেকেরই সহযোগিতা পাবেন না। কথাবার্তায় সংযম বজায় রাখার চেষ্টা করুন। আর্থিক ব‌্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন।

তুলা

এই রাশির জাতক-জাতিকাদের কর্মে উন্নতি ও কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির যোগ লক্ষ‌ করা যায়। বয়স্ক জাতক-জাতিকারা সমাজসেবার মাধ‌্যমে সমাজে নিজের পরিচিতি বাড়ান। মানসিক চাঞ্চল‌্যকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। ব‌্যবসায় মুনাফা বৃদ্ধির যোগ লক্ষ‌্য করা যায়। স্ত্রীর রূঢ় আচরণের জন‌্য দাম্পত‌্য জীবনে শান্তি বিঘ্নিত হতে পারে। বিবাহযোগ‌্য পাত্র-পাত্রীদের জন‌্য সময়টি তেমন শুভ নয়। গুরুজনদের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা। বিলাসিতা করলেও পরিবার ও নিজের জীবন সুরক্ষিত রেখে অগ্রসর হবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের কারসাজিতে মিথ‌্যা অপবাদ নিতে হতে পারে। সংসারে সুখ-শান্তি বজায় থাকবে।

বৃশ্চিক

পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি আর্থিক দিক দিয়ে শুভ। স্ত্রীর শরীর এই সময় খুব একটা ভালো যাবে না। বাড়িতে শুভ অনুষ্ঠানের জন‌্য মনের আনন্দ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতিস্বরূপ পদোন্নতি হতে পারে। জমিজমা ক্রয়-বিক্রয়ের মাধ‌্যমে হাতে বাড়তি অর্থ আসতে পারে। অংশীদারী ব‌্যবসায় অংশীদারের অসততায় ব‌্যবসায় অধোগতি। বয়স্ক জাতক-জাতিকাদের মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন‌্য আধ‌্যাত্মিক জীবনে প্রবেশ করা দরকার। নতুন ব‌্যবসা শুরু করার আগে সেই ‌ব‌্যবসা সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করুন। আর্থিক লেনদেন নিয়ে কোনও বন্ধুর সঙ্গে বিবাদ হওয়ার আশঙ্কা। বেহিসাবি খরচের ফলে সংসারে অশান্তি।

ধনু

সপ্তাহের অদ‌্যভাগে সম্পদবৃদ্ধির যোগ। ডাক্তার, ইঞ্জিনিয়ার ও আইনজ্ঞের জন‌্য সপ্তাহের দ্বিতীয়ার্ধ অত‌্যন্ত শুভ। সন্তানের উচ্চশিক্ষার জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে। সৃষ্টিশীল কাজে সাফলে‌্যর জন‌্য সরকারি স্বীকৃতি পেতে পারেন। সমাজে উচ্চপদস্থ ব‌্যক্তির বদান‌্যতায় ব‌্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। অপরের উপকার করার সময় ভালো-মন্দ বিচার করে নিন। অপ্রিয় সত‌্য বলে অপরের বিরাগভাজন হবেন না। চাষিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচানোর চেষ্টা করুন। অতিরিক্ত দুশ্চিন্তার জন‌্য মানসিক চাপ বৃদ্ধি পাবে। ব‌্যবসায়ীদের লেনদেনে আরও বেশি করে সতর্ক থাকতে হবে।

মকর

এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী ব‌্যবসায় বিনিয়োগে ভালো ফল মিলবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্ক-বিতর্ক এড়িয়ে যান। আপনার অত‌্যধিক কাজের চাপ থাকলেও পরিবারের জন‌্য কিছুটা সময় ব‌্যয় করুন। গণ-পরিবহণের চালকরা অত‌্যন্ত সাবধানে গাড়ি চালাবেন। বহুদিন ধরে চলা ব‌্যবসার জটিলতা এই সময় কেটে যাওয়ার সম্ভাবনা। নতুন সম্পত্তি কেনার সুযোগ আসবে। সন্তানের নতুন যোগাযোগের মাধ‌্যমে ভিন রাজ্যে কর্মপ্রাপ্তি। হঠাৎ করে গুরুজন স্থানীয় কারওর স্বাস্থ্যের অবনতিতে মানসিক উদ্বেগ। এই সময় আর্থিক উন্নতি হলেও খরচের দিকে নজর রাখতে হবে।

কুম্ভ

পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেকাংশে আর্থিক উন্নতি লক্ষ‌্য করা যায়। কর্মক্ষেত্রে গোপন শত্রুরা আপনার উন্নতি আটকে দিতে পারে। অবিবাহিতদের বিবাহযোগ প্রবল। প্রিয়জনের শারীরিক সমস‌্যার জন‌্য ব‌্যয় বাড়তে পারে। ব‌্যবসায় ঝুঁকিপূর্ণ কোনও পরিকল্পনায় এখনই কোনও বিনিয়োগ করবেন না। এই রাশির জাতক-জাতিকাদের দ্বিমুখী আয়ের সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। উচ্চশিক্ষায় কন‌্যাসন্তানের সাফল‌্য আপনার মুখ উজ্জ্বল করবে। নিজের অভিজ্ঞতা ও কর্মকৌশল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। প্রতিবেশীর সঙ্গে জমিজমা সংক্রান্ত সমস‌্যার সমাধানের চেষ্টা করুন।

মীন

কর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকবেন। পরিবারে কারও চিকিৎসার জন‌্য ব‌্যয় বৃদ্ধি পেতে পারে। জীবনে উত্থান-পতন থাকলেও ক্রমান্বয়ে কাটিয়ে উঠতে পারবেন। সমাজ-কল‌্যাণমূলক কাজের মাধ‌্যমে আপনার নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। নতুন কর্মপ্রার্থীরা সপ্তাহের প্রথমে ভালো খবর পাবেন। চাকরিরতদের পদোন্নতি ও আর্থিক উন্নতি। কন‌্যাসন্তানের বিয়ের কথাবার্তা এগিয়ে রাখতে পারেন। ঘরে-বাইরে নিজের রাগ সংযত না রাখলে বিপত্তির আশঙ্কা। ছোট ব‌্যবসায়ীরা আশানুরূপ উন্নতির সুযোগ পাবেন। গৃহে সুখশান্তি বজায় থাকবে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মিথুন রাশির জাতক-জাতিকারা সন্তানের নতুন চাকরি পাওয়ার খবরে মানসিক শান্তি পাবেন।
  • তুলা রাশির জাতক-জাতিকাদের কর্মে উন্নতি ও কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির যোগ লক্ষ করা যায়।
Advertisement