shono
Advertisement

কেরলে মোবাইল ফোনে বিস্ফোরণে মৃত্যু শিশুকন্যার, মুখ খুলল স্মার্টফোন সংস্থা

গেম খেলার মাঝে ফোনে বিস্ফোরণে মৃত্যু হয় শিশুর।
Posted: 12:51 PM Apr 27, 2023Updated: 06:53 PM Apr 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গেম খেলার মাঝে আচমকা বিস্ফোরণ হয়েছিল মোবাইল ফোনে (Mobile Phone Blast)। তাতেই কেরলে (Kerala) মৃত্যু হয় ৮ বছরের এক শিশুকন্যার। মর্মান্তিক এই ঘটনার পর ভারতের বাজারে মেলা স্মার্টফোনগুলি কতখানি সুরক্ষিত, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, কেরলের ঘটনায় ‘ভিলেন’ ছিল রেডমির (Redmi) ফোন। অভিযোগের আঙুল উঠতেই মুখ খুলল মোবাইল ফোন সংস্থা। তাদের দাবি, গ্রাহক সুরক্ষার বিষয়ে সমঝোতা করে না তারা। তদন্ত সম্পূর্ণ হওয়ার আগেই তাদের নাম ওঠায় উষ্মা প্রকাশ করেছে তারা।

Advertisement

২৪ এপ্রিল রাতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কেরলের তিরুভিলভামালার বাসিন্দা ৮ বছরের শিশুকন্যা আদিত্যশ্রীর। পরিবারের দাবি, রাত সাড়ে দশটা নাগাদ মুখের কাছে ধরে স্মার্টফোনে গেম খেলছিল সে। তখনই সেটিতে ভয়ংকর বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম হয় আদিত্যশ্রী। ঝলসে যায় তার মুখ। ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় শরীরে উপরের অংশ। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছিল, তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে ফোনের ধ্বংসাবশেষ। এরমধ্যেই বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, রেডমি ফোনে ওই বিস্ফোরণ ঘটেছিল।

[আরও পড়ুন: সুকন্যার গ্রেপ্তারির পরই ইডি দপ্তরে বান্ধবী, কাঁদতে কাঁদতে বললেন,’ওর পাশে দাঁড়ানোর কেউ নেই’]

তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠায় মুখে খুলেছে সংস্থা। রেডমির বর্তমান মালিক শাওমির দাবি, “গ্রাহক সুরক্ষায় সমঝোতা করে না তারা। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, গ্রাহক নিরাপত্তা গুরুত্বপূর্ণ। এই ধরনের ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি আমরা। এই দুঃসময়ে পরিবারের পাশে রয়েছি এবং যে কোনও উপায়ে তাদের পাশে থাকার ইচ্ছে রয়েছে আমাদের।” উষ্মার সঙ্গে তারা জানিয়েছে, “কিছু রিপোর্টে বলা হয়েছে রেডমি ফোনে বিস্ফোরণ ঘটেছিল। যা এখনও প্রতিষ্ঠিত হয়নি। বিষয়টি বর্তমানে তদন্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করতে সবরকম ভাবে সহযোগিতা করব আমরা।”

[আরও পড়ুন: কেন্দ্রীয় প্রকল্পে ১১টি নতুন নার্সিং কলেজ পাচ্ছে বাংলা, কোথায় কোথায় জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement