shono
Advertisement

কর্মব্যস্ত অফিসে ঢুকে পড়ল সিংহ! পশুরাজকে দেখে জ্ঞান হারানোর জোগাড় কর্মীদের

বেসরকারি অফিসের হলঘরে ঢুকে পড়ে সিংহটি।
Posted: 06:39 PM Feb 25, 2023Updated: 06:39 PM Feb 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির উঠোনে লেজ দুলিয়ে ঘুরছে বিরাট চেহারার সিংহ (Lion)! আপনিও সেখানে দাঁড়িয়ে। মৃত্যু ভয়ে আঁতকে উঠলেন আর ভেঙে গেল ঘুম। ঘাম ছেড়ে নিশ্চিত হলেন, পৈতৃক প্রাণটা বাঁচল এবারের মতো। এমন দুঃস্বপ্নের অভিজ্ঞতা অনেকের আছে। কিন্তু তা যদি বাস্তবেই ঘটে! বাড়িতে নয়, অফিসে। কাজের ফাঁকে ঘাড় ঘুরিয়ে দেখলেন কেশর দোলাচ্ছে পশুরাজ। সম্প্রতি এমন হাড়হিম করা ঘটনাই ঘটেছে গুজরাটের (Gujarat) আমরেলি জেলায়। ভাইরাল হয়েছে অফিসে সিংহের ঘুরে বেড়ানোর চমকে দেওয়া দৃশ্য।

Advertisement

ঘটনাটি আমরেলি জেলার রাজুলা এলাকার। শুক্রবার একটি বেসরকারি অফিসে আচমকা ঢুকে পড়ে পশুরাজ। রাতে নয়, কর্মব্যস্ত দিনের বেলায়। এতটাই নিঃশব্দে সিঁড়ি বেয়ে অফিসের ভিতরে ঢুকে আসে সিংহটি যে কর্মীরা টেরও পাননি। আচমকা চাক্ষুষ করে জ্ঞান হারানোর জোগাড় হয় তাঁদের। হুলুস্থুল পড়ে যায় গোটা অফিসে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সিংহটি অফিসের হলঘরে নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

[আরও পড়ুন: বিয়েতে এমন ‘রিটার্ন গিফট’! অতিথিদের ‘সোনার’ উপহার দম্পতির]

সিংহটিকে দেখামাত্র বন দপ্তরে খবর দেওয়া হয়। যদিও পরে অফিসে এবং লাগোয়া এলাকায় তন্ন তন্ন করে খুঁজেও সিংহটিকে খুঁজে পায়নি। স্থানীয়দের বক্তব্য, গুজরাটের ওই এলাকায় সিংহ মাঝেমাঝেই চোখে পড়ে। এটা নতুন কোনও ঘটনা নয়। উল্লেখ্য, দু’দিন আগেই আমরেলি জেলার একটি গ্রামে ৮টি সিংহীর একটি দল ঢুকে পড়েছিল। যার পর হুলুস্থুল পড়ে গিয়েছিল স্থানীয় গ্রামগুলিতে। তবে সটান অফিসে ভিতরে সিংহর ঢুকে পড়া সম্ভাবত এই প্রথম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার