সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ নিয়ে উন্মত্ত গোটা দেশ৷ ফুটবলপ্রেমীদের নজর এখন রাশিয়ার দিকে৷ মেসি রোনাল্ডোদের বিদায় হতাশ করছে অনেক ফুটবলপ্রেমীকেই৷ এবার হতাশার খবর ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্যে৷ এশিয়ান গেমসে যাওয়া হচ্ছে না ভারতীয় ফুটবল দলের৷ এআইএফএফকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন৷ আইওএ-র যুক্তি এশিয়ান গেমসে শুধুমাত্র সেইসব অ্যাথলিটদেরই পাঠানো হচ্ছে যাদের পদক জয়ের সম্ভাবনা রয়েছে৷ অর্থাৎ পরোক্ষে আইওএ বুঝিয়ে দিয়েছে সুনীল ছেত্রীরা এশিয়ান গেমসে পদক পাওয়ার যোগ্য নয়৷ অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুক্তি, এবছর অকারণে বেশি সংখ্যক অ্যাথলিটদের পাঠানো হচ্ছে না৷ সেই যুক্তিতেই ১০২ জন অ্যাথলিটকে পাঠানোর সুযোগ থাকলেও মাত্র ৫৩ জনকে পাঠাচ্ছে আইওএ৷
[নাইবা জেতা হল বিশ্বকাপ, ব্যর্থতাই মিলিয়ে দিল ফুটবলের দুই শ্রেষ্ঠ দূতকে]
এই মুহূর্তে ফিফা ক্রমতালিকায় ৯৭ নম্বরে রয়েছে ভারত৷ এশিয়ার মধ্যে ভারতের ব়্যাঙ্ক ১৪৷ ক্রীড়ামন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, কোনও অ্যাথলিট বা দলকে এশিয়ান গেমসে পাঠাতে হলে সেই দল বা অ্যাথলিটের ব়্যাঙ্ক হতে হবে এশিয়ার প্রথম আটের মধ্যে৷ আর সেই যুক্তিতেই বাদ দেওয়া হয়েছে ফুটবল দলকে৷
[রাশিয়ায় কীসের আতঙ্ক তাড়া করছে ফুটবলপ্রেমীদের?]
আইওএ-র এই সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ এআইএফএফ৷ এআইএফএফ চাইছিল এশিয়ান গেমস থেকেই আগামী এশিয়া কাপের প্রস্তুতি সেরে নিতে৷ কিন্তু আইওএ-র অনুমতি না মেলায় তা সম্ভব হল না৷ এআইএফএফের দাবি, সাম্প্রতিককালে ভারতের পারফরম্যান্স দুর্দান্ত৷ এই মুহুর্তে এশিয়ার অন্যতম সেরা দল ভারত, তা সত্ত্বেও অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না৷ ফেডারেশনের অভিযোগ, ফুটবল দলের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে আইওএ৷ উল্লেখ্য, ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতার পর প্রকাশ্যেই এশিয়ান গেমসে খেলার অনুমতি চেয়েছিলেন ভারতীয় দলের কোচ স্টিভেন কনস্ট্যান্টাইন৷ তাঁর অনুরোধ মতোই আইওএ-র কাছে এশিয়ান গেমসে খেলার অনুমতি চেয়েছিল এআইএফএফ৷ কিন্তু এ যাত্রা শূন্য হাতেই ফিরতে হল সুনীল ছেত্রীদের৷
[বিশ্বকাপে ‘স্পর্শকাতর’ নেইমার, হাসির রোল নেটদুনিয়ায়]
The post বিশ্বকাপের মধ্যেই খারাপ খবর, এশিয়ান গেমসে যাওয়া হচ্ছে না সুনীল ছেত্রীদের appeared first on Sangbad Pratidin.