সংবাদ প্রতিদিম ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে। তার আগে ‘জোট’ ভেঙে সম্মুখসমরে বিএনপি-জামাত। মঙ্গলবার বিজয় দিবসে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকার প্রাক্তন মেয়র ও মন্ত্রী মির্জা আব্বাস প্রশ্ন তুললেন, ‘‘গোলাম আজম-সহ ওঁর সাঙ্গোপাঙ্গদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা তাহলে কোথায়?’’
তাঁকে এদিন আরও বলতে শোনা যায়, ''দলটা ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত দেশের শান্তি কামনা করেনি, এখনও করে না। তারা দেশের স্বাধীনতা চায়নি, এখনও চায় না। তারা চায় দেশটা বিপাকে পড়ুক, একটা খারাপ অবস্থায় চলে যাক।'' উল্লেখ্য, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বরাবর শেখ হাসিনা বিরোধী বৃহত্তম শক্তি ছিল খালেদা জিয়ার বিএনপি। হাসিনা বিরোধিতার প্রশ্নে বারবার জামাতকে পাশে নিয়েছে খালেদার দল। কার্যত ধর্মীয় মৌলবাদী দল জামাতকে ফ্রাঙ্কেস্টাইনের মতো নিজেদের প্রয়োজনে ব্যবহার করেছে বিএনপি। যদিও দেশ থেকে হাসিনা বিদায়ের পর বুড়িগঙ্গার তীরে রাজনৈতিক অঙ্ক বদলে গিয়েছে। মহম্মদ ইউনুসের প্রধান পরামর্শদাতা জামাত। এই অবস্থায় যত নির্বাচন এগিয়ে আসছে, তত বিএনপি-জামাত দ্বন্দ্ব প্রকট হচ্ছে। এদিন আব্বাসের কথায় তা আবারও স্পষ্ট হল।
চব্বিশ ও একাত্তরকে মুখোমুখি করা হচ্ছে কি না, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, একাত্তর ও চব্বিশ যার যার অবস্থানে স্বমহিমায় বিরাজিত। একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না এবং হওয়ার কোনো সম্ভাবনাও নেই। বিএনপির চেয়ারপার্সন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য প্রার্থনা চেয়ে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান মির্জা আব্বাস।
এদিকে নিরাপত্তার আশঙ্কার কথা জানিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মহম্মদ মাসুদুজ্জামান মাসুদ। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান। মাসুদুজ্জামান বলেন, প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। বিশেষ করে ঢাকায় ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর পরিবারের উদ্বেগ আরও বেড়ে যায়। পরিবারের অনুরোধের প্রেক্ষিতেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
