নিজস্ব সংবাদদাতা, ঢাকা: বন্দিদশা যেন আর কিছুতেই কাটছে না। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় প্রভু গত সাতমাস ধরে কাটাচ্ছেন জেলে। সেখানে অসুস্থ হয়ে পড়ছেন তিনি। মঙ্গলবার চট্টগ্রাম আদালতে তাঁর জামিনের আবেদন জানান আইনজীবী। কিন্তু তা খারিজ হয়ে যায়। বিচারক জানান, কারাগারেই চিন্ময় প্রভুর চিকিৎসার ব্যবস্থা করা হোক। গত নভেম্বরে প্রথমে দেশদ্রোহ মামলায় চিন্ময় প্রভু গ্রেপ্তার হয়েছিলেন। আর মাসখানেক আগে তাঁকে আইনজীবী হত্যা-সহ আরও কিছু মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মঙ্গলবার চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা-সহ মোট পাঁচ মামলায় জামিন চাওয়া হয়েছিল বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মহম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, ''আইনজীবী আলিফ হত্যা, আদালত প্রাঙ্গনে পুলিশের উপর হামলা, ভাঙচুর-সহ ৫ মামলায় জামিন আবেদন করেছিলেন চিন্ময়ের আইনজীবীরা। এ সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। আদালত শুনানি শেষে চিন্ময়ের জামিন নামঞ্জুর করেন।'' জানা যায়, চিন্ময় দাস অসুস্থ বলে আদালতে জামিন চেয়েছিলেন তাঁর আইনজীবীরা। এরপর আদালত কারা বিধি অনুযায়ী চিন্ময় প্রভুর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
চিন্ময় প্রভুর আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের জানান, ''আদালতে আমরা বলেছি, চিন্ময় প্রভু অসুস্থ। তাকে ষড়যন্ত্রমূলকভাবে এসব মামলায় জড়ানো হয়েছে। তিনি সম্পূর্ণ নিদোর্ষ।'' এর আগে গত ৫ মে চিন্ময় দাসকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় আদালত। পরে আরও চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। ফলে একাধিক মামলাতেই চিন্ময় প্রভু দীর্ঘ ৭ মাস ধরে জেলে। এই ঘটনাকে ইউনুসের বাংলাদেশে বিচারের প্রহসন বলে দেখছেন মানবাধিকার সংগঠনগুলি।
