shono
Advertisement
Protest over SIR

SIR-এর প্রতিবাদে ঠাকুরবাড়ির সামনে আমরণ অনশনে মতুয়াদের একাংশ, ভারচুয়ালি সূচনা করলেন মমতাবালা

অনশনকারী মতুয়াদের দাবি, নিঃশর্ত নাগরিকত্ব।
Published By: Tiyasha SarkarPosted: 01:59 PM Nov 05, 2025Updated: 02:50 PM Nov 05, 2025

Advertisement

অর্ণব দাস, বারাসত: পূর্বঘোষণা মতোই ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে এসআইআরের প্রতিবাদে আমরণ অনশনে বসলেন মতুয়াদের একাংশ। তবে তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের ডাকে এই অনশন হলেও এদিন দেখা যায়নি তাঁকে। সূত্রের খবর, বিশেষ কাজে বাইরে রয়েছেন তিনি। তাই ভারচুয়ালি অনশনের সূচনা করেছেন ঠাকুরবাড়ির সদস্য তথা সাংসদ মমতাবালা ঠাকুর। অনশনকারী মতুয়াদের দাবি, নিঃশর্ত নাগরিকত্ব

এসআইআর হলে রাজ্যের প্রায় ২ কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। তিনি বলেছিলেন, দেখা যাবে বাদ যাওয়াদের তালিকার ৯৫ শতাংশই মতুয়া আতঙ্কে সকলে সিএএ-র ফর্মপূরণ করছে বলে জানিয়েই প্রতিবাদের ডাক দিয়েছিলেন সাংসদবিজেপির ষড়যন্ত্রের প্রতিবাদে ৫ নভেম্বর থেকে আমরণ অনশনের ডাক দেন তিনি।

সেই মতোই বুধবার বেলা ১২ টা থেকে ঠাকুরবাড়িতে আমরণ অনশন শুরু করলেন মমতাবালাপন্থী মতুয়ারা। মঞ্চে রয়েছেন মতুয়া মহাসংঘের পদাধিকারীরা। তাঁদের দাবি, SIR-এ ২০২৪ সাল পর্যন্ত ভারতে স্থায়ীভাবে বসবাসকারী মতুয়া, যারা দেশভাগের বলি তাঁদের নিঃশর্ত ভোটাধিকার দিতে হবে। তাঁদের সাফ কথা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আমরণ অনশন চলবে। তবে শান্তনু ঠাকুরের আশ্বাস, “মতুয়ারা সিএএ-তে আবেদন করুন। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করব যাঁদের ২০০২ সালের লিস্টে নাম নেই তাঁদের নাম যেন না কাটা হয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পূর্বঘোষণা মতোই ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে এসআইআরের প্রতিবাদে আমরণ অনশনে বসলেন মতুয়াদের একাংশ।
  • তবে তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের ডাকে এই অনশন হলেও এদিন দেখা যায়নি তাঁকে। সূত্রের খবর, বিশেষ কাজে বাইরে রয়েছেন তিনি।
  • তাই ভারচুয়ালি অনশনের সূচনা করেছেন ঠাকুরবাড়ির সদস্য তথা সাংসদ মমতাবালা ঠাকুর। অনশনকারী মতুয়াদের দাবি, নিঃশর্ত নাগরিকত্ব।
Advertisement