বাবুল হক, মালদহ: স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়ির সামনে ধরনায় বধূ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) হরিশচন্দ্রপুরে। দুদিন ধরে ঠায় স্বামীর বাড়ির বাইরে ধরনায় মহিলা। পলাতক পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদহের হরিশ্চন্দ্রপুর থানার বাগমারা গ্রামের বাসিন্দা সাইবা খাতুন। বয়স ২৭ বছর। প্রথম বিয়ে হয়েছিল রশিদাবাদ গ্রামপঞ্চায়েতের চণ্ডিপুর এলাকার এক পার্শ্বশিক্ষকের সঙ্গে। বিয়ের কয়েক বছরের মধ্যে তাঁর প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। তার পর সাইবা বাগমারা গ্রামে বাবার বাড়িতে ফিরে আসেন। সেখানেই বছর তিনেক ধরে এলাকার মুজাহিদ আলমের সঙ্গে তাঁর সম্পর্ক চলছিল। এমনকী বছরতিনেক আগে তাঁদের শরিয়ত মেনে বিয়েও হয়। মাসখানেক আগে আইনি বিয়ে সারে ওই যুগল। অভিযোগ, বিয়ে করলেও তা কাউকে জানাতে দেয়নি যুবক।
[আরও পড়ুন: ‘জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তার বিজেপির ষড়যন্ত্র’, বিজেপিকে নিশানা তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর]
বাধ্য হয়ে দিন দুয়ের আগে স্বামীর বাড়ির সামনে ধরনায় বসেন সাইবা। তাঁর দাবি, স্ত্রীর মর্যাদা দিয়ে মুজাহিদ ঘরে না নেওয়া পর্যন্ত ধরনা চালাবেন তিনি। কারণ, বাপের বাড়িতেও তাঁকে থাকতে দেওয়া হচ্ছে না। এই সমস্যার সমাধান না হলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন সাইবা। এদিকে ধরনা টানা দুদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত যুবকের পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।