shono
Advertisement

‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে গণপিটুনিতে খুন যুবক, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই, দাবি তৃণমূুলের৷ The post ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে গণপিটুনিতে খুন যুবক, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে appeared first on Sangbad Pratidin.
Posted: 09:55 PM Jul 05, 2019Updated: 09:55 PM Jul 05, 2019

পলাশ পাত্র, তেহট্ট:  ‘জয় শ্রীরাম’ ধ্বনি এবং ‘নরেন্দ্র মোদি জিন্দাবাদ’ বলে গণপিটুনিতে খুন এক যুবক৷ মর্মান্তিক ঘটনা নদিয়ার নবদ্বীপ থানা অন্তর্গত স্বরূপগঞ্জ এলাকা৷ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ মৃত যুবককে নিজেদের কর্মী বলে দাবি করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব৷ অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে৷ এনিয়ে শনিবার নবদ্বীপে বনধ ডাকার হুমকিও দেওয়া হয়েছে৷

Advertisement

[আরও পড়ুয়া: চোখের সামনে মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট ছেলের, বাঁচাতে গিয়ে প্রাণ হারাল মা ও বোন]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম কৃষ্ণ দেবনাথ, বয়স ৩১ বছর৷ বাড়ি স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাগানেপাড়ার বাসিন্দা কৃষ্ণ৷ ঘটনাটি ঘটে বুধবার রাতে গাদিগাছা এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বুধবার সন্ধে সাড়ে আটটা নাগাদ মদ্যপ যুবক কৃষ্ণ নবদ্বীপ-কৃষ্ণনগর রাজ্য সড়কে যান চলাচলে বাধা দিচ্ছিলেন৷ অভিযোগ, তারপরই তিন যুবক তাঁর উপর চড়াও হয়৷ চলে মারধর৷ সেসময় কৃষ্ণ ‘জয় শ্রীরাম’ এবং ‘নরেন্দ্র মোদি জিন্দাবাদ’ বলে স্লোগান তুলেছিলেন বলেও জানাচ্ছেন কেউ কেউ৷ তাঁকে উদ্ধার করে পুলিশ মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়৷ এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় কৃষ্ণের৷ এই ঘটনায় ইন্দ্রজিৎ দেবনাথ, শংকর দেবনাথ ও  গোবিন্দ দেবনাথ নামে তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে নবদ্বীপ থানায়৷

মৃতের পরিবার জানিয়েছে, চেন্নাই আইটিসিতে কর্মরত কৃষ্ণ৷ ছুটি নিয়ে বাড়ি ফিরেছে৷ তারই মধ্যে এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া বাড়িতে৷ যদিও এই মৃত্যুর ঘটনায় রাজনীতির যোগ উড়িয়ে দিচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ উলটে তাদের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি৷ আরেকদিকে বিজেপি জেলা সভাপতি মহাদেব সরকারের দাবি, তৃণমূলই একাজ করেছে৷ শনিবারের মধ্যে দোষীরা গ্রেপ্তার না হলে রবিবার বিজেপির ডাকে নবদ্বীপ বনধ পালিত হবে বলেও হুঁশিয়ারি তাঁর৷ পুলিশ তদন্তে নেমেছে৷

[আরও পড়ুয়া: ভোটের ফল ‘টাই’, বীরভূমে লটারিতে জিতে পঞ্চায়েতে বোর্ড গড়ল তৃণমূল]

আরেকদিকে, এদিনই পলাশিপাড়া থানা এলাকার চৌগাছায় জল ফেলা কেন্দ্র করে দুই প্রতিবেশীর অশান্তি বাঁধে৷ সেখান থেকে মারধর শুরু হয়ে যায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দীর্ঘক্ষণ সেখানে আটকে রাখা হয় পুলিশকর্মীদের৷ সন্ধের পর আরও পুলিশ বাহিনী গিয়ে তাঁদের উদ্ধার করে৷ এনিয়ে এলাকায় চাপা উত্তেজনা আছে৷

The post ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে গণপিটুনিতে খুন যুবক, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement