সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: মাছ ধরতে গিয়ে জেলেদের জালে উঠে এসছে বিশাল আকারের শংকর মাছ। যার একটির ওজন প্রায় ২০০ কেজি। অপরটি ৯৭ কেজি। এছাড়াও আরও বেশ কয়েকটি মাছ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুরের অনন্তপুরের কাছে রূপনারায়ণ নদে। গত কয়েকদিনে বিশাল আকৃতির কয়েকটি শংকর মাছ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। এই মাছগুলি উদ্ধার করে বাজারে নিয়ে যাওয়া হলে সেগুলিকে দেখতে ভিড় জমান স্থানীয়রা।
[বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার নির্যাতিতার প্রেমিক-সহ ২]
সাধারণত গভীর সমুদ্রে বাস শংকর মাছের। তবে গত কয়েকদিনে উলুবেড়িয়ার অনন্তপুরের কাছে রূপনারায়ণ নদে মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে বেশ কয়েকটি বিশাল আকৃতির শংকর মাছ। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। এলাকার বাজারে ২০০ কেজির শংকর মাছ দর্শন, সত্যিই বিরল ঘটনা। তাই বাজারে মাছ গুলি নিয়ে যেতেই সেগুলি দেখতে ভিড় জমান স্থানীয়রা। বিশিষ্ট মৎস্য বিশেষজ্ঞ উজ্জ্বল নাগ জানিয়েছেন, শংকর মাছ গভীর সমুদ্রের মাছ। উষ্ণ এলাকায় থাকতে পারেনা এরা। কিন্তু কেন এই বৈপরীত্য সেবিষয়ে স্পষ্টত কিছু না বলতে পারলেও তিনি জানান, মূলত দুটি কারণে স্থান পরিবর্তন করে সামুদ্রিক মাছ। প্রথমত, খাদ্য সংগ্রহের জন্য। অনেকক্ষেত্রে, খাবারের সন্ধানে মাছগুলি গভীর সমুদ্রে থেকে উঠে আসার পর কোনওভাবে নদীতে চলে যায়। দ্বিতীয়ত, প্রজননের সময় বেশিরভাগ ক্ষেত্রেই সমুদ্রের মাছ নদীতে চলে যায়। ইলিশ মাছও প্রজননের সময় নোনাজল ছেড়ে মিষ্টি জলে চলে যায়।
[পুলিশ আধিকারিকের স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, গ্রেপ্তার ১]
যদিও দুটো সম্ভাব্য কারণের মধ্যে এক্ষেত্রে একটিকেও মানতে নারাজ মৎস্য বিশেষজ্ঞ উজ্জ্বল নাগ। সেই কারণে এই ঘটনাটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলেই দাবি ওই মৎস্য বিশেষজ্ঞের। তবে ঘটনার অন্তরালে কারণ যাই হোক, স্থানীয় বাজারে বিশাল আকৃতির শংকর মাছ দেখে খুশি উলুবেড়িয়ার বাসিন্দারা।
The post জালে উঠল ২০০ কেজির শংকর মাছ, দেখতে মেলা ভিড় বাজারে appeared first on Sangbad Pratidin.
