সুমন করাতি, হুগলি: টাকা না দিলে, ভোটার তালিকা থেকে বাদ যাবে নাম। পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশে! ভয় দেখিয়ে এক কাঠ ব্যবসায়ী ও কর্মচারীর থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিজেপি ঘনিষ্ঠ ইউটিউবারের বিরুদ্ধে। গ্রেপ্তারির ভয়ে পরে সেই টাকা অভিযুক্ত ব্যক্তি ফেরত দিয়েছেন বলে জানা গিয়েছে। এসআইআর আবহে ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরে।
হুগলির রিষড়া এলাকায় কাঠের ব্যবসা করেন এক ব্যক্তি। বছর দুয়ের আগে কাজের প্রয়োজনে এক যুবককে দোকানে রাখেন ব্যবসায়ী। সেই কর্মচারী যুবককে বাংলাদেশি বলে দাগিয়ে তাঁর থেকে এক ইউটিউবার ৪০ হাজার টাকা চান বলে অভিযোগ উঠছে। সূত্র মারফত খবর, এই অভিযুক্ত ইউটিউবার বিজেপি আইটি সেলের ঘনিষ্ঠ। পরে ১৫ হাজার টাকা নেন বলে অভিযোগ। কানাইপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে যান প্রতারিত। তবে পরে অভিযুক্ত ব্যক্তি টাকা ফেরত দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে কোনও অভিযোগ দায়ের হয়নি।
একই সঙ্গে অভিযোগ উঠছে ওই ব্যক্তির কাঠের দোকানে কাজ করা যুবক বাংলাদেশি। এই সুযোগকেই হাতিয়ার করে ইউটিউবার টাকা হাতিয়েছিলেন বলে অভিযোগ। ঘটনার পর থেকে যুবকের খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে অভিযোগ অস্বীকার করেছেন দোকান মালিক। তিনি বলেন, "কোনও বাংলাদেশি ছেলে আমার কাছে থাকত না। ছেলেটি আমাকে বলেছিল ওঁর বাড়ি বারাসতে। ওকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশকে বিষয়টি জানিয়েছি। থানা খতিয়ে দেখছে।" তৃণমূলের এক স্থানীয় নেতা বলেন, "মোবাইল নিয়ে যে কেউ চলে আসছে। সাংবাদিক বলে পরিচয় দিয়ে ভয় দেখাচ্ছে। তোলাবাজি করছে। এদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক।" গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
