shono
Advertisement
Nandigram

নন্দীগ্রামে সমবায় নির্বাচনে সবুজ ঝড়, নিরঙ্কুশ জয় তৃণমূলের, খাতাই খুলতে পারল না বিজেপি

রবিবার নন্দীগ্রাম ২ ব্লকের আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে নির্বাচন ছিল। আর সেই নির্বাচনে ১২-০ ব্যবধানে নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা।
Published By: Kousik SinhaPosted: 07:31 PM Jan 18, 2026Updated: 08:20 PM Jan 18, 2026

বিরোধী দলনেতার খাস তালুক নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বড় ধাক্কা বিজেপির। রবিবার নন্দীগ্রাম ২ ব্লকের আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে নির্বাচন ছিল। আর সেই নির্বাচনে ১২-০ ব্যবধানে নিরঙ্কুশ জয় পেয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। খাতাই খুলতে ব্যর্থ বিজেপি। আর এরপরেই সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা। সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন। তার আগেই নন্দীগ্রামে সমবায় নির্বাচনে তৃণমূলের নিরঙ্কুশ জয় তৃণমূল কর্মী সমর্থকদের বাড়তি অক্সিজেন জোগাবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বিজেপির এই ফলাফলে হতাশ পদ্ম শিবির।

Advertisement

জানা গিয়েছে, আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড সমবায় ভোটে ত্রিমুখী লড়াই ছিল। তৃণমূল, বিজেপি এবং সিপিএম ১২ টি আসনে সবেতেই প্রার্থী দিয়েছিল। তবে মহিলা সংরক্ষিত ছিল ২ টি এবং তফশিলি জাতির জন্য সংরক্ষিত ছিল ১ টি। বাকি ৯ টি আসনে সাধারণ প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে। এদিনের সমবায় নির্বাচনকে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে সেজন্য সকাল থেকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা এলাকা। মোতায়েন করা হয় বাড়তি পুলিশকর্মীকে।

নির্বিঘ্নে ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর বিকেলে সমবায় নির্বাচনের ফল ঘোষণা হতে দেখা যায়। ফল ঘোষণা হতেই দেখা যায়, সব আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। খাতাই খুলতে পারেনি বিজেপি-সিপিএম। এরপর সবুজ আবির উড়িয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা।

তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অরুনাভ ভূঁইয়া বলেন, ''সমবায় ভোটের ফলাফল জানান দিচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল জয়ের হাসি হাসতে চলেছে। বিজেপি নন্দীগ্রামের মাটি থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।' যদিও তৃণমূলের এই দাবি উড়িয়ে দিয়েছে বিজেপি-সিপিএম উভয় শিবির। বিজেপির আমদাবাদ অঞ্চলের কনভেনার দিলীপ কুমার পাল বলেন, ''সিপিএম তৃণমূলের সঙ্গে হাতে হাত মিলিয়ে যৌথভাবে এতদিন সমবায় দখলে রেখেছিল। ফের সেই পথেই হাঁটলো সিপিএম। রাতের অন্ধকারে সিপিএম নেতারা তৃণমূলকে ভোট দেওয়ার জন্য ভোটের স্লিপ পরিবর্তন করে ভোটারদের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছে। নন্দীগ্রাম বিজেপির ছিল এবং আগামী বিধানসভা ভোটেও বিজেপির থাকবে।'' 

অপরদিকে আজ রবিবার শুধু নন্দীগ্রামে নয়, ভগবানপুর ১ ব্লকের কাজলাগড় গ্রাম পঞ্চায়েতের কাজলাগড় বীরাঙ্গনা মাতঙ্গিনী প্রাথমিক বহুমুখী মহিলা সংঘ সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচন ছিল। মোট ২১টি আসনে নির্বাচন হয়। সেখানে তৃণমূল কংগ্রেস ১৫ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও ৪ টি আসনে বিপুল ভোটে জয়লাভ করেছে। ভগবানপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীনচন্দ্র মন্ডল বলেন, মানুষ তৃণমূল ছাড়া অন্যকোন রাজনৈতিক দলের উপর ভরসা করতে পারেনা। বিজেপি শুধু চিৎকার করতে পারে কিন্তু সাংগঠনিকভাবে ওদের অস্তিত্ব নেই। তাই মানুষ ওদের দুরে সরিয়ে দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement