shono
Advertisement

ঠাকুরনগরে প্রকট বিজেপির গোষ্ঠীকোন্দল, মণ্ডল সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ দলেরই একাংশের

টাকা নিয়ে দুষ্কৃতীদের বিজেপিতে যুক্ত করার অভিযোগ উঠেছে মণ্ডল সভাপতির বিরুদ্ধে৷ The post ঠাকুরনগরে প্রকট বিজেপির গোষ্ঠীকোন্দল, মণ্ডল সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ দলেরই একাংশের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:44 PM Jun 30, 2019Updated: 04:44 PM Jun 30, 2019

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: এক সময়ে যে ঠাকুরবাড়িতে শাসকদলের একচ্ছত্র অধিকার ছিল৷ এবারের লোকসভা নির্বাচনে সেই বাড়িতেই ফাটল ধরিয়েছে গেরুয়া শিবির৷ বনগাঁ লোকসভা আসনটি তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি৷ মমতাবালা ঠাকুরকে পরাজিত করে সেখানে জয় পেয়েছেন ওই বাড়িরই আর এক সদস্য শান্তনু ঠাকুর৷ কিন্তু শুরুটা ভাল হলেও, কয়েক দিন যেতে না যেতেই এবার সেই ঠাকুরনগরেই প্রকট হয়েছে বিজেপির গোষ্ঠীকোন্দল৷ ‘‘টাকা খেয়ে শাসকদলের মদতপুষ্ট দুষ্কৃতীদের দলে ঢোকাচ্ছে গাইঘাটার বিজেপির মণ্ডল সভাপতি৷’’ এই অভিযোগে শনিবার নিখিল বিশ্বাসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপিরই একাংশের নেতা-কর্মীরা৷

Advertisement

[ আরও পড়ুন: পুরুলিয়ায় ফের ‘মাও’ আতঙ্ক, বিজেপি নেত্রীর বাড়ির অদূরে মিলল পোস্টার]

জানা গিয়েছে, শনিবার ঠাকুরনগর স্টেশন সংলগ্ন পার্টি অফিসে নিখিল বিশ্বাসের বিরুদ্ধে বিক্ষোভ দেখান ওই বিজেপি কর্মীরা৷ পার্টি অফিসে বেশ কিছুক্ষণ গাইঘাটার বিজেপির মণ্ডল সভাপতিকে আটকে রাখেন তাঁরা৷ দেন বিরুদ্ধে স্লোগান৷ সভাপতির অপসারণের দাবিতে সরব হতে দেখা যায় তাঁদের৷ কর্মীদের অভিযোগ, লোকসভা নির্বাচনে ভাল ফলাফলের পর বর্তমানে ওই অঞ্চলে তৃণমূল ভাঙতে শুরু করেছে৷ সেই কারণে শাসকদলের দাগী নেতা-কর্মীরা এখন বিজেপিতে যোগ দিতে চাইছেন৷ তাই টাকার বিনিময়ে তারা এখন গেরুয়া শিবিরে নাম লেখাতে চাইছেন৷ এবং সেই টাকা খেয়ে শাসকদলের ওই দাগী কর্মীদের দলে টানছেন এই অভিযুক্ত মণ্ডল সভাপতি নিখিল বিশ্বাস৷

[ আরও পড়ুন: বিধায়ক উদয়ন গুহর গাড়ি ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে ]

জানা গিয়েছে, দীর্ঘক্ষণ নিখিল বিশ্বাসকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা৷ এরপর ঘেরাও মুক্ত হন তিনি৷ এবং সমস্ত অভিযোগ অস্বীকার করেন৷ নিখিল বিশ্বাসের দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা৷ কোনও ধরনের দুর্নীতির সঙ্গে তাঁর যোগ নেই৷ সমস্ত অভিযোগ ভিত্তিহীন৷ তিনি জানান, এই যোগদানের বিষয়টি রাজ্য নেতৃত্বর তত্ত্বাবধানে হচ্ছে৷ হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা বিক্ষোভ দেখিয়েছে, তাদের বিরুদ্ধে রাজ্য নেতৃত্বর কাছে অভিযোগ জানাবেন৷

The post ঠাকুরনগরে প্রকট বিজেপির গোষ্ঠীকোন্দল, মণ্ডল সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ দলেরই একাংশের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement