shono
Advertisement
Howrah

বাঁকড়ায় বিধ্বংসী আগুন! লেলিহান শিখায় পুড়ে ছাই চট কারখানা

ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
Published By: Subhankar PatraPosted: 12:29 PM Feb 07, 2025Updated: 01:07 PM Feb 07, 2025

অরিজিৎ গুপ্ত, হাওড়া: শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ার বাঁকড়ায়। সোয়া ৮টা নাগাদ আগুন লাগে চট কারখানায়। বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় জুটের বস্তা তৈরির কারখানাটি। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। আগুন এখন নিয়ন্ত্রণে। কোনও হতাহতের খবর নেই। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

Advertisement

বাঁকড়ার ঝিলপাড় এলাকায় একটি চট তৈরির কারখানা রয়েছে। প্রায় ১০০ শ্রমিক কাজ করেন সেখানে। প্রতিদিনের মতো এদিন সকালেও কাজ শুরু হয়। কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। হঠাৎ কারখানার এক অংশ থেকে ধোঁয়া বেরতে দেখেন তাঁরা। চটের বস্তা থাকায় দ্রুত আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। কর্মরত শ্রমিকরা প্রত্যেকেই বাইরে বেরিয়ে আসেন। খবর যায় পুলিশে। ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন দমকল কর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এখনও কাজ চলছে।

কী থেকে আগুন স্পষ্ট নয়। তবে শ্রমিকরা জানাচ্ছেন, একটি মেশিন চালু করার সময় তা থেকে আগুনের ফুলকি বেরতে দেখা যায়। সেই ফুলকি চটের বস্তা ও সামগ্রীর উপর পড়লে আগুন লাগে। কারখানায় সব শুকনো পদার্থ মজুত থাকায় দ্রুত ভয়ংকর চেহারা নেয় আগুন। দমকল কর্মীরা জানান, "খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তিনটি ইঞ্জিন। কী করে আগুন খতিয়ে দেখা হচ্ছে।" তাঁরা আরও জানিয়েছেন, কারখানায় কোনও অগ্নিনির্বাপক যন্ত্র ছিল না। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ার বাঁকড়ায়।
  • আগুন লাগে চট কারখানায়।  বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় জুটের বস্তা তৈরির কারখানা।
  • টা এলাকা কালো ধোয়ায় ঢেকে যায়।
Advertisement