ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ। যা নিয়ে একেবারে রণক্ষেত্রের আকার নিল আসানসোলের কুলটি থানার বরাকর এলাকা। অভিযোগ সংঘর্ষ চলাকালীন বরাকর পুলিশ ফাঁড়ির সামনেই গুলি চলে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। স্থানীয়দের দাবি, শূন্যে এই গুলি চালানো হয়। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোল উদ্ধার করা হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। অভিযোগ, সেই সময় পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী।
ঘটনার সূত্রপাত রবিবার। বরাকর পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি মাঠে স্থানীয় দুই পাড়ার যুবকরা ক্রিকেট খেলছিল। সেই সময় সামান্য কোনও বিষয় নিয়ে তাঁদের মধ্যে বচসা হয় বলে অভিযোগ। যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও গণ্ডগোলের খবর পেয়েই ঘটনায় হস্তক্ষেপ করেন স্থানীয় প্রশাসন প্রশাসন। দুইপক্ষকেই থানায় ডেকে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযোগ, আজ সোমবার সকাল থেকে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই পাড়ার সংঘাতকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নেয় বরাকর এলাকা। একে অপরকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। সেই সময়েই হঠাৎ করে গুলি চলে বলে অভিযোগ।
কেউ হতাহত না হলেও ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। অভিযোগ, সেই সময় পুলিশকে লক্ষ্য করেও ইট ছোঁড়া হয়। তাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন বলে খবর। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় বলেও খবর। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে পরিস্থিতি। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনীকে। অন্যদিকে ঘটনার তদন্তও শুরু করেছে স্থানীয় পুলিশবাহিনী। কে বা কারা গুলি চালানোর ঘটনার সঙ্গে যুক্ত তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রকাশ্য দিবালোকে গুলি চালানোর ঘটনায় উঠছে প্রশ্ন। আতঙ্কিত স্থানীয় মানুষজন।
