shono
Advertisement
SIR

নাম বিভ্রাট! এবার উলুবেড়িয়ায় 'SIR আতঙ্কে আত্মঘাতী' তিরিশের যুবক

মঙ্গলবার ঘর থেকে উদ্ধার হয় যুবকের দেহ।
Published By: Tiyasha SarkarPosted: 01:02 PM Nov 04, 2025Updated: 06:09 PM Nov 04, 2025

ধ্রবজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও মনিরুল ইসলাম: এসআইআর আতঙ্কে ফের বাংলায় আত্মহত্যার অভিযোগ। এবার প্রাণ গেল হাওড়ার উলুবেড়িয়ার খলিসানির বাসিন্দা বছর তিরিশের এক যুবকের। সূত্রের খবর, নথিতে নামের বানান ভুল থাকায় আতঙ্কে ভুগছিলেন যুবক। মঙ্গলবার ঘর থেকে উদ্ধার হয় তাঁর দেহ। অভিযোগ, এসআইআর আতঙ্কেই নাকি আত্মঘাতী হয়েছেন ওই যুবক। খবর পেয়েই মন্ত্রী পুলক রায়কে মৃতের বাড়িতে যাওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। 

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম জাহির মাল। হাওড়ার উলুবেড়িয়ার খলিসানির বাসিন্দা ওই যুবকের বয়স ৩০ বছর। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন। স্বাভাবিকভাবেই ২০০২ সালের ভোটার লিস্টে তাঁর নাম ছিল না। তবে কমিশন প্রথমেই জানিয়েছিল, ২০০২ সালের লিস্টে যাদের নাম নেই, তাঁদের ক্ষেত্রে অন্য ১১ টি নথি গ্রহণযোগ্য। শোনা যাচ্ছে, সেই ১১ টির মধ্যে কোনও নথিতে নামের বানান ভুল ছিল জাহিরের। এসআইআর ঘোষণা হওয়ার পর একাধিকবার সেই ভুল সংশোধনের চেষ্টা করেন জাহির। বিভিন্ন জায়গায় যান। কিন্তু এই পরিস্থিতিতে সেই ভুল সংশোধন করা সম্ভব হয়নি। তাতেই আতঙ্কে ভুগতে শুরু করেন জাহির। ঘরছাড়া হতে হবে না তো? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল তাঁর মনে।

এরই মাঝে মঙ্গলবার সকালে ঘর থেকে উদ্ধার হয় যুবকের ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন যুবক। একইদাবি করেছে তৃণমূলও। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের নির্দেশে মৃতের বাড়িতে পৌঁছেছেন মন্ত্রী পুলক রায়। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। প্রসঙ্গত, এসআইআর ঘোষণা হতেই রাজ্যবাসীর মনে হাজার প্রশ্নের ভিড়। অজানা আতঙ্ক তাড়া করছে সকলকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসআইআর আতঙ্কে ফের বাংলায় আত্মহত্যার অভিযোগ। এবার প্রাণ গেল হাওড়ার বাসিন্দা বছর তিরিশের এক যুবকের।
  • সূত্রের খবর, নথিতে নামের বানান ভুল থাকায় আতঙ্কে ভুগছিলেন যুবক। মঙ্গলবার ঘর থেকে উদ্ধার হয় তাঁর দেহ।
Advertisement