shono
Advertisement
Bolpur

কালীপুজোয় থানায় ডিজে বাজিয়ে মাঝরাতে নাচগান! বোলপুরের 'বিতর্কিত' IC-কে শোকজ

অনুব্রতর সঙ্গে কথোপকথনের অডিও ফাঁসে বিতর্কে জড়ান আইসি লিটন হালদার।
Published By: Sucheta SenguptaPosted: 06:41 PM Oct 25, 2025Updated: 06:52 PM Oct 25, 2025

দেব গোস্বামী, বোলপুর: এবার নয়া বিতর্কে বোলপুর থানার আইসি লিটন হালদার। কালীপুজো উপলক্ষে বোলপুর থানা চত্বরে মাঝরাত পর্যন্ত ডিজে বাজিয়ে হইহুল্লোড়, নাচগান। খোদ আইসির উপস্থিতিতে এই ঘটনার অভিযোগে শোকজের মুখে পড়লেন বোলপুর থানার আইসি লিটন হালদার। জেলা পুলিশ সূত্রে জানা যায়, ইতিমধ্যে আইসি-র বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এনিয়ে কোনও মন্তব্য নয়।

Advertisement

সোমবার ছিল কালীরপুজো। মঙ্গলবার রাতে সেই উপলক্ষে বোলপুর থানার প্রাঙ্গণেই চলে খাওয়াদাওয়া, ডিজে বাজিয়ে নাচগান, হইহুল্লোড়। অভিযোগ, রাত প্রায় দুটো পর্যন্ত তারস্বরে বাজতে থাকে বক্স। 'শব্দদানবে'র তাণ্ডবে রাতের ঘুম উড়ে যায় স্থানীয় বাসিন্দাদের। এতে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। সোশাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে। ভিডিওতে দেখা গিয়েছে, থানার ভিতরেই একাধিক ডিজে বক্সে উচ্চস্বরে গান বাজছে। পুরুষ ও মহিলা কণ্ঠশিল্পীদের পরিবেশনায় চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর নিচে চলছে গানের তালে উদ্দাম নৃত্য। যদিও ভাইরাল হওয়া ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'। বিরোধী রাজনৈতিক দল সিপিএম ও বিজেপিও বিষয়টি নিয়ে সরব হন।

বোলপুর থানা চত্বরে মাঝরাত পর্যন্ত ডিজে বাজিয়ে নাচগান। নিজস্ব ছবি।

প্রসঙ্গত, অতীতেও বোলপুর থানার আইসি লিটন হালদারকে ঘিরে একাধিক বিতর্ক সামনে এসেছে। অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর 'অশালীন' কথোপকথনের অডিও ক্লিপ একসময় ভাইরাল হয়েছিল। তা রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দেয়। এমনকি সেই ঘটনায় জল গড়ায় বোলপুর মহকুমা আদালত পর্যন্ত। এবার ফের কালীপুজো উপলক্ষে থানার মধ্যেই ডিজে বাজিয়ে রাতভর হুল্লোড়ের অভিযোগে বিপাকে পড়লেন ওই আইসি। যদিও ভবানীভবনের সিআইডি বিভাগ থেকে বদলি হয়ে বোলপুর থানার আইসি পদে এসেছিলেন লিটন হালদার। এবার তাঁরই থানা চত্বরে এমন ঘটনাকে কেন্দ্র করে ফের বিতর্কে নাম জড়াল তাঁর। জেলার পুলিশ সুপার আমনদীপ সিং বলেন, "বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কালীপুজো উপলক্ষে মাঝরাত পর্যন্ত ডিজে বাজিয়ে হুল্লোড় থানায়।
  • শোকজ করা হল বোলপুর থানার 'বিতর্কিত' আইসি লিটন হালদারকে।
Advertisement