বাবলু হক, মালদহ: দেওরের দাম্পত্য কলহে নাক গলানোই যেন কাল হল! দেওরের হাতেই নৃশংসভাবে 'খুন' হতে হল বউদিকে। গভীর রাতে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে, এলোপাথাড়ি কুপিয়ে বউদিকে খুন করার অভিযোগ। ঘটনার পর অভিযুক্ত চম্পট দিলেও পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। মৃত ওই মহিলার নাম মাজেদা বিবি। ধৃত যুবকের নাম জিয়ারুল হক। চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) চাঁচলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পরিবারের বাড়ি চাঁচল থানার মতিহারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মহিষামারি গ্রামে। জিয়ারুলের সঙ্গে তার স্ত্রীর কলহ-বিবাদ চলত। অভিযোগ, স্ত্রীকে ব্যাপক মারধর করা হত। রবিবার রাতেও জিয়ারুল তার স্ত্রীকে মারধর করছিলেন! স্বামীর হাত থেকে রক্ষা পেতে ওই তরুণী সম্পর্কে জা মাজেদা বিবির ঘরে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। মাজেদা বিবি রুখে দাঁড়াতে আর ওই ঘরে ঢুকতে পারেননি জিয়ারুল। সোমবার দিনের আলোয় জিয়ারুলের স্ত্রীকে কোনওরকমে বাপেরবাড়িতে চলে যান।
এদিকে স্ত্রীর বাপেরবাড়ি চলে যাওয়ার কথা কানে যায় জিয়ারুলের। স্ত্রীকে বউদি বাপেরবাড়ি পাঠিয়ে দিয়েছে, এমনই অনুমান করেছিলেন তিনি। কেন বউদি তাঁদের দাম্পত্যে ঢুকেছে, সেই বিষয়ে মাজেদা বিবিকে দুষছিলেন! মঙ্গলবার গভীর রাতে বছর ৪০ বয়সের মাজেদা বিবি নিজের ঘরে ছিলেন। সেসময় ওই ঘরে হানা দেন জিয়ারুল হক। ধারালো অস্ত্র দিয়ে বউদির নলি কেটে দেয়! শুধু তাই নয়, এলোপাথারি কোপও মারা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। ঘটনাস্থল থেকে পালান অভিযুক্ত।
পরে ঘর থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। চাঁচল থানার পুলিশ অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। পরে ভীমমোড় থেকে জিয়ারুলকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, মাজেদা বিবির স্বামী ও তিনি ছেলে আছে। স্বামী ও দুই ছেলে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। ছোটছেলে মাজেদা বিবির মায়ের সঙ্গে থাকে। ওই বাড়িতে মাজেদা বিবি একই থাকতেন। ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
