বিনা নোটিসে ৫০ শ্রমিককে ছাঁটাইয়ের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে প্রবল উত্তেজনা হাওড়ার দাসনগরের ভারত জুটমিলে। বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। পরিস্থিতি আয়ত্তে আনতে ময়দানে নামে হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরা। মিল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন তিনি।
জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই সোমবার সকালে দাসনগরের ভারত জুটমিলে কাজে যান শ্রমিকরা। তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষ জানায় তাঁরা আর মিল চালাতে চাইছে না। সেই কারণে ৫০ জন শ্রমিককে এদিন থেকেই আর কাজে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। তাঁদের অভিযোগ, সরকারের বদনাম করার জন্যই কর্তৃপক্ষ এই পদক্ষেপ করেছে। এদিন ছাঁটাইয়ের খবর পেয়ে হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরা তড়িঘড়ি ছুটে যান মিলে। শ্রমিকদের সঙ্গে নিয়ে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা সমাধানের জন্য আলোচনায় বসেন। শ্রমিকদের দাবি, আগের মতোই তাঁদের নিত্যদিনের কাজ সুনিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে।
প্রসঙ্গত, গতবছর অর্থাৎ ২০২৬ সালে একবার চর্চায় উঠে এসেছিল দাসনগরের ভারত জুটমিল। একধাক্কায় প্রায় ৬০০ কর্মীকে ছাঁটাইয়ের অভিযোগ ওঠে কর্তৃপক্ষের বিরুদ্ধে। সেই সময় কর্মীরা জানান, দু’টি তাঁত মেশিনের বদলে চারটি মেশিন চালানোর জন্য শ্রমিকদের উপর চাপ দিচ্ছিল কর্তৃপক্ষ। এর জেরেই কর্মবিরতির সিদ্ধান্ত নেন শ্রমিকরা। এরপরই অনির্দিষ্টকালের বন্ধ করে দেওয়া হয়েছিল জুটমিল। কর্তৃপক্ষ জানিয়েছিল, কাজ বন্ধ থাকায় আর্থিক লোকসান হচ্ছিল। সেই কারণেই এই সিদ্ধান্ত। পরবর্তীতে ফের শুরু হয়েছিল কাজ।
