সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত খণ্ড রামায়ণ পড়ে সীতা রামের মাসি…! বাংলার ঘরে ঘরে মা বোনেরা এই প্রবাদটি বলে থাকেন। কেউ যদি খুবই নির্বুদ্ধিতার পরিচয় দেয়, তাঁর ক্ষেত্রে এটি খাটেও বটে। কেউ কোনও বড় ভুল করলেও এই প্রবাদটি ব্যবহার করে তাঁকে কটাক্ষ করা হয়। এবার এমনই এক ভুল করে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না সীতাকে রামের মাসি বলেননি মমতা। বলে ফেলেছেন, রামচন্দ্র সীতাকে সীতা মা সীতা মা বলে ডাকেন। মমতার সেই বক্তব্যই এখন নেটিজেনদের হাসির খোরাক হয়ে গিয়েছে।
[আরও পড়ুন: ‘তোতাপাখির ভোঁতা বুলিতে কান দেবেন না’, মোদিকে তোপ মমতার]
ঠিক কী বলেছিলেন মমতা? এদিন ভোটপ্রচারে পুরুলিয়ার কোটশিলায় গিয়েছিলেন মমতা। সেখানকার জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, “ ভোট এলেই রামচন্দ্র সীতামাইয়াকে ডাকে। ডেকে বলে, সীতা মা সীতা মা, আমার মনে হচ্ছে ভারতবর্ষে ভোট এসে গেছে। তখন সীতা বলে, কেন ? কেন? তখন রাম বলে, দেখছো না বিজেপি আমার নাম স্মরণ করছে। পাঁচ বছর করে না। ভোট এলেই রামনাম সত্য হ্যায়, আর রামনাম জিন্দাবাদ করে।” আসলে, বিজেপির রামনামের রাজনীতিকে এদিন কটাক্ষ করার চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর চেনা ছন্দেই আক্রমণ শানিয়েছিলেন। আর তা করতে গিয়ে মুখ ফসকেই হোক, কিংবা ক্ষণিকের ভুলের জেরেই হোক সীতা মাইয়াকে-রামচন্দ্রেরও ‘মা ‘ বানিয়ে ফেলেছেন মমতা।
[আরও পড়ুন: রমজান নিয়ে ‘রাজনীতি’! নেটদুনিয়ায় কটাক্ষের শিকার মিমি]
নেটিজেনরা কি আর এই সুযোগ ছাড়েন! সঙ্গে সঙ্গে মমতার সেই বক্তব্য ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ব্যবহার করে নানারকম ট্রোলও করা শুরু হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে। তবে, এই প্রথম নয়। এর আগেও মুখ্যমন্ত্রীর একাধিক ভাষণের ছোট ছোট ক্লিপ ভাইরাল হয়েছে। এর মধ্যে মুখ ফসকে বলা ‘বিষ্ণুমাতা’ উল্লেখযোগ্য। বিরোধীরা অবশ্য বলছেন, নির্বাচনে হারের ভয়ে বেশ চাপে রয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর চোখেমুখে চিন্তার ছাপ স্পষ্ট। আর সেই চিন্তা থেকেই ভুল বকছেন তিনি। যদিও, নেটিজেনদের একাংশ মমতার পাশেই দাঁড়াচ্ছেন। ক্ষণিকের ভুলকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করাটা যুক্তিযুক্ত নয় বলেই মনে করছেন তারা।
The post সীতাকে মা বলেন রামচন্দ্র! ভাইরাল মুখ্যমন্ত্রীর ভাষণের ভিডিও appeared first on Sangbad Pratidin.
