বিক্রম রায়, কোচবিহার: ফের চোর সন্দেহে ব্যক্তিকে গণপিটুনির ঘটনা রাজ্যে। গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের কোতয়ালি থানা এলাকায়। জানা গিয়েছে, উদ্দেশ্যহীনভাবে তাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখেই সন্দেহ হয় স্থানীয়দের। এরপরই তাঁকে বেধড়ক মারধর করে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে।
[বিজেপির বাইক মিছিলকে কেন্দ্র করে রাজ্যজুড়ে অশান্তি]
জানা গিয়েছে, শনিবার রাতে কোচবিহারের ১ নম্বর কালীঘাট রোডের লঙ্কাবর এলাকায় ঘোরাফেরা করছিলেন ওই ব্যক্তি। সেখানে তার আচার-আচরণ দেখে সন্দেহ হয় স্থানীয়দের। প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়রা। তাতে কোনও সদুত্তর না মেলায় ওই ব্যক্তির উপর চড়াও হন তাঁরা। সেখানে ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতয়ালি থানার পুলিশ। অভিযোগ, পুলিশ আক্রান্ত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করলে তাদেরও আটকে রাখে এলাকার বাসিন্দারা। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে কোচবিহারের সরকারি মেডিক্যাল কলেজে ভরতি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় এখনও হাসপাতালে
চিকিৎসাধীন ওই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, গুরুতর অসুস্থ হওয়ায় এখনও তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি পুলিশ। ফলে এখনও ব্যক্তির নাম পরিচয় নিয়ে ধোঁয়াশায় তদন্তকারীরা। তবে এবিষয়ে কোচবিহারের পুলিশ সুপার অভিষেক গুপ্তা বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
[বিজেপির বাইক মিছিল ঘিরে শহরে উত্তেজনা, পুলিশকে হুঁশিয়ারি দিলীপের]
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ক্রমাগত গরু চুরির ঘটনা ঘটছিল ওই এলাকায়। এবিষয়ে স্থানীয়দের তরফে একাধিক বার পুলিশ প্রশাসনকে অভিযোগ জানানো হয়েছিল। অভিযোগ, তবে তা সত্ত্বেও আটকানো যাচ্ছিল না গরু চুরি। এরপর শনিবার রাতে ওই ব্যক্তিকে ইতস্তত ঘুরতে দেখেই তাদের সন্দেহ দৃঢ় হয়। তাদের দাবি, ধৃত ব্যক্তি গরু চুরির উদ্দেশ্যেই ওই এলাকায় হানা দিয়েছিল।
The post গরুচোর সন্দেহে ফের গণপিটুনির শিকার এক ব্যক্তি appeared first on Sangbad Pratidin.
